ঢাকাবুধবার , ২৮ অক্টোবর ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

আজমিরীগঞ্জে প্রায় শতাধিক লিটার চোলাই মদসহ পিতা-পুত্র আটক

প্রতিবেদক
Kolom 24
অক্টোবর ২৮, ২০২০ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের আজমিরীগঞ্জে উপজেলা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য দোস্ত মোহাম্মদ(৫৫) এবং তার ছেলে পায়েল মিয়া(২০) কে প্রায় শতাধিক লিটার চোলাই মদ সহ অটক করেছে আজমরীগঞ্জ থানা পুলিশ ৷ আটক দোস্ত মোহাম্মদ উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামের মৃত ইউনুছ উল্ল্যার ছেলে ৷ ২৮ অক্টোবর বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোশারফ হেসেন তরফদারের নেতৃত্বে এস আই জয়ন্ত তালুকদার,ও এস আই এমরান হেসেন এবং এ এস আই মহসিন কবীরের যৌথ অভিযানে নোয়াগড় গ্রাম থেকে তাদের আটক করা হয় ৷

সুত্রে জানাযায়, আটক দোস্ত মোহাম্মদ বিগত বেশ কিছুদিন যাবত বানিয়াচং থানার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রতি সপ্তাহে শত শত লিটার চোলাই মদ এনে উপজেলার বদলপুর ইউনিয়নের বদলপুর বাজার পাহাড়পুর,বাজার, ঝিলোয়া বাজারে বিভিন্ন চিহ্নিন্ত মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রী করে আসছে ৷

এরই জের ধরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে বুধবার ভোর রাতে দোস্ত মোহাম্মদকে জলসুখার নোয়াগড় গ্রাম থেকে আঠক করা হয় ৷

এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন তরফদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন -প্রায় ৮০ লিটার চোলাই মদ সহ তাদের আটক করা হয়েছে৷ আটক দোস্ত মোহাম্মদের বিরুদ্ধে সুনামগঞ্জের শাল্লা থানায় দুটি অস্ত্র ও ডাকাতির প্রস্তুতি মামলা এবং আজমিরীগঞ্জ থানায় দুটি গরু চুরি মামলা সহ ৪ /৫ টি মামলা রয়েছে ৷
আটকের পর তাদের বিরুদ্ধে একটি মাদক আইনে মামলা করা হয়েছে ৷

Comments

comments