ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দ ঘাট টু রাজশাহী গামী আন্ত:নগর মধুমতি ট্রেন বন্ধের প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক
Kolom 24
অক্টোবর ৩১, ২০২০ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

গোয়ালন্দ ঘাট টু রাজশাহী গামী আন্ত: নগর মধুমতি এক্সপ্রেস ট্রেন বন্ধের প্রতিবাদে ৩১ অক্টোবর শনিবার বিকালে ঘন্টা ব্যাপি গোয়ালন্দ ঘাট রেলওয়ে ষ্টেশনের প্লাটফর্মে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

জানা যায়, গত ৩০ অক্টোবর রাতে হঠাৎ বাংলাদেশ রেলওয়ে পাকশী বিভাগীয় রেলওয়ের ম্যানেজার ফোনের মাধ্যমে গোয়ালন্দ ঘাট ষ্টেশন মাষ্টার কে জানায় আন্ত:নগর মধুমতি এক্সপ্রেস ট্রেন টি গোয়ালন্দ ঘাট টু রাজশাহীর পরিবর্তে ফরিদপুরের ভাংঙ্গা টু রাজশাহী চলাচল করবে। এর পর থেকে আন্ত:নগর মধুমতি এক্সপ্রেস ট্রেন টি গোয়ালন্দ ঘাট ষ্টেশনে আসেনি। ১৯৯৬ থেকে আন্ত:নগর মধুমতি এক্সপ্রেস ট্রেন টি এ রুটে চলাচল করছে । হঠাৎ করে আন্ত:নগর ট্রেনটি বন্ধ হয়ে যাওয়ায় রাজশাহী গামী যাত্রীদের চরম দুভোর্গ দেখা দেয়।

মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন দৌলতদিয়া রেল ষ্টেশন আবাসিক বোডিং ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম , হোটেল ব্যবসায়ী সোহানুর রহমান খান, ঔষধ ব্যবসায়ী মোজাম্মেল হক, মো, রইচ উদ্দিন প্রমুখ।

অপর দিকে রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন ফরিদপুর ও মাগুরা সফরে যাওয়ার পথে সকাল ১১ ঘটিকায় দৌলতদিয়া ফেরি ঘাটে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো্ হয় । এ সময় আওয়ামী লীগের নেতৃবৃন্ধ পুনরায় আন্ত: নগর মধুমতি এক্সপ্রেস ট্রেন টি গোয়ালন্দ ঘাট টু রাজশাহী চালু করার দাবি জানান। দাবির প্রেক্ষিতে রেলমন্ত্রী বলেন পুর্বের ন্যায় আন্ত: নগর ট্রেনটি এ রুটে চলাচল করবে বলে আশ্বাস দেন।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট রেলওয়ে ষ্টেশন মাষ্টার মো. আ. জলিল বলেন, গতকাল এ ব্যাপারে পাকশী রেলওয়ের বিভাগীয় ম্যানেজার রাতে হঠাৎ ফোনের মাধ্যমে জানিয়েছেন আন্ত:নগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি গোয়ালন্দ ঘাট টু রাজশাহীর পরিবর্তে ফরিদপুরের ভাংঙ্গা টু রাজশাহী চলাচল করবে। তবে ট্রেন টি হঠাৎ এ রুটে বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের চরম দুভোর্গ হচ্ছে।

Comments

comments