ঢাকামঙ্গলবার , ১ ডিসেম্বর ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

দৌলতদিয়া বিশ্ব এইডস দিবসে র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত

প্রতিবেদক
Kolom 24
ডিসেম্বর ১, ২০২০ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এসটি আই এবং এইচ আইভি প্রতিরোধ প্রকল্প পায়াক্ট বাংলাদেশ নারী মৈএী ও বিডাব্লিউ জয়েন্ট ভেঞ্চার  এর উদ্যোগে পায়াক্ট বাংলাদেশের আয়োজনে আজ মঙ্গলবার বেলা ৩ টা ৩০ মিনিটে  বেসরকারী পায়াক্ট এন জি ও  এর মাঠ চত্তরে বিশ্ব এইড দিবস ২০২০ র‍্যলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন এইচ আইভি  একটি ভাইরাস । এইচ আইভি ভাইরাসে আক্তান্ত কোন ব্যাক্তির সাথে  প্যানথার ছাড়া যৌন মিলনের মাধ্যমে ছড়ায়। এইচ আইভি  ভাইরাসে আক্তান্ত কোন ব্যাক্তির রক্ত কারো শরীলে ডুকালে ও আক্তান্ত ব্যাক্তি শরীলের সূজ অন্য ব্যাক্তি শরীলে ডুকালে এইচ আইভি ভাইরাসে আক্তান্ত হবে এই ভাবে এইচ আইভি ভাইরাস ছড়ায়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, পায়াক্ট এন জিও এর ম্যানেজার মো; মজিবুর রহমান জুয়েল, গনস্বাস্থ্য হাসপাতালের ইনচার্জ মো,জুলফিকার আলী, গণ স্বাস্হ্য কেন্দ্রের  ডাঃ  নাঈম পারভেজ, ফরিদপুর  শাপলা এন জিও এর কো অডিটর আবুল বাশার, কে কে এস এর কো অডিটর শামসুল হক, পায়াক্ট এন জিও এর সুপার ভাইজার শেখ রাজিব ও ইয়াছিন মোল্লা প্রমুখ।

Comments

comments