ঢাকাবৃহস্পতিবার , ১০ ডিসেম্বর ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে সাংবাদিকদের জন্য অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ শুরু

প্রতিবেদক
Kolom 24
ডিসেম্বর ১০, ২০২০ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এর আয়োজনে নাটোরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ৩৫ জন সাংবাদিক  নিয়ে তিনদিনের অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সম্মেলন কক্ষে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে সভা প্রধান হিসাবে উপস্থিত ছিলেন পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর পৌরমেয়র উমা চৌধুরী জলি।

অনুষ্ঠানে পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পিআইবি প্রতিষ্ঠার পর থেকে দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। যা সারা বিশ্বের অন্যকোন দেশে নেই। পাশাপাশি পিআইবি সাংবাদিকতায় গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করছে, সাংবাদিকতায় স্লাতোকোত্তর পর্যায়ে ডিপ্লোমা ডিগ্রির কোর্স চালু করেছে। বর্তমান সরকারের তথ্য প্রযুক্তির অভূতপূর্ব বিকাশ সাধনের সাথে দেশের সাংবাদিকতাও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন মহাপরিচালক।

প্রধান অতিথির বক্তব্যে নাটোর পৌরমেয়র উমা চৌধুরী জলি বলেন, সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার কারণে বিশ্বের বিভিন্ন দেশ করোনা ভাইরাস সংক্রমণে সংকটে পড়লেও বাংলাদেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার সোহরাব হোসেন, নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন, সিনিয়র সাংবাদিক রেজাউল করিম রেজাসহ অন্যান্যরা।

তিনদিন ব্যাপী এই প্রশিক্ষণে অনুসন্ধানী রিপোর্টিংয়ের বিভিন্ন বিষয় ছাড়াও প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগ বিষয়ে সেশন থাকছে বলে জানিয়েছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের প্রশিক্ষক ও নাটোরের প্রশিক্ষণ সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুন।

প্রশিক্ষণে রিসোর্সপার্সন হিসেবে দায়িত্ব পালন করছেন পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ও যমুনা টেলিভিশনের সংবাদ উপস্থাপক রাহাত মিনহাজ, পিআইবি’র গবেষক মোহাম্মদ এনায়েত হোসেন ও যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মাহফুজ মিশু।

পিআইবি একই সাথে নাটোর প্রেসক্লাব মিলনায়তনে নাটোরের উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহনে তিন দিনের বুনিয়াদী প্রশিক্ষণ শুরু করেছে।

Comments

comments