ঢাকাবৃহস্পতিবার , ৭ জানুয়ারি ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে শীতার্তদের পাশে ‘ফজিলাতুন্নেছা রুবী ফাউন্ডেশন’

প্রতিবেদক
Kolom 24
জানুয়ারি ৭, ২০২১ ১১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের কটিয়াদীতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে ‘ফজিলাতুন্নেছা রুবী ফাউন্ডেশন’।

বৃহস্পতিবার বিকালে তাহেরা নূর হাই স্কুল এন্ড কলেজ চত্বরে দুই শতাধিক শীতার্ত মানুষের হাতে এ কম্বল তুলে দেয়া হয়। এ সময় মাস্কও বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফজিলাতুন্নেছা রুবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজনীতিক আবদুর রহমান রুমীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকতারুন নেছা।

রক্তদান সমিতি’র প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈমের সঞ্চালনায় বক্তব্য রাখেন কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল আলীম, কেন্দ্রীয় যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান রাজন, আওয়ামীলীগ নেতা আমিনুল হক ফয়সাল, রায়হান আহমেদ, সাবেক ছাত্রনেতা এড. সরকার সাব্বির ফয়সাল।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক নেছার আহমেদ ভূঞা নূর মিয়া, তাহেরা নূর হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক নূরুল ইসলাম ফরাজী কালাম, কটিয়াদী মডেল থানার পরিদর্শক মো. দুলাল, সমাজসেবক গিয়াস উদ্দিন, আতর আলী, হাবিবুর রহমান, তরুণ সমাজসেবক সোহেল আবেদীন রানা, মাসুম রহমান, ছাত্রনেতা তানজীম খান ফরহাদ, রনি খান, সাকিবুল হাসান সোহাগ, আশরাফিজুর রহমান হৃদয়, রাকিব, প্রিন্স, বাবুল মিয়া, মাসুদ রানা জয়, মাহফুজুর রহমান প্রমূখ।

ফজিলাতুন্নেছা রুবী ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান রাজন বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও আর্ত মানবতার সেবায় ফাউন্ডেশন কাজ করে যাবে। শীতার্তদের উষ্ণতা দিতে প্রতি বছরের মতো আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।

Comments

comments