ঢাকাসোমবার , ১১ জানুয়ারি ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কাঠালিয়ার শতবর্ষী পুরানো পুলটি নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রতিবেদক
Kolom 24
জানুয়ারি ১১, ২০২১ ৩:০৪ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠির কাঠালিয়া উপজেলা সদরের আউরা খালের উপর অবস্থিত শতবর্ষী পুরানো লোহার পুলটি নির্মানের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন। পরে তারা উপজেলা নির্বাহী অফিসার মাধ্যম ঝালকাঠি জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি প্রদান করেন। স্বেচ্ছাসেবী সংস্থা সামাজিক আন্দোলন কাঠালিয়া এ কর্মসূচির আয়োজন করেন।

আজ সোমবার ১১ জানুয়ারী সকাল ১১টায় পুল সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়সের নারী, পুরুষ অংশ নেয়। অংশগ্রহণকারীদের মধ্যে বক্তব্য রাখেন সামাজিক আন্দোলন কাঠালিয়া এর প্রতিষ্ঠাতা সভাপতি এ ইচ তুহিন সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মঞ্জুরুল কবির পারভেজ, মো. শফিক জোমাদ্দার, মেহেদী হাসান মিতু পঞ্চায়েত ও মো. ইসরাফিল হোসেন প্রমূখ।

বক্তরা জানান, উপজেলা সদরের সাথে বিভিন্ন গ্রামের বিশেষ করে উপজেলার দক্ষিন অংশের তিনটি ইউনিয়নের স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন হাট-বাজারে যাতায়াতকারী লোকজন ও রোগীদে যাতায়াতের একমাত্র মাধ্যম শতবর্ষরের পুরানো এ লোহার পুলটি । বর্তমানে পুলটি জনসাধারণের পারাপারে ঝুঁকিপূর্ন হয়ে পড়েছে। পুলের খাম্বা/খুটি গুলো এদিক-সেদিক হেলে-দুলে রয়েছে, এমনই নরেবরে অবস্থা যে, পুরো পুলটি সাপেরমত আকা-বাকা অবস্থায় রয়েছে। ভিতরের সিমেন্ট বালু দিয়ে তৈরি পাটাতন ফাঁকা হয়ে গিয়েছে। একসঙ্গে ৫/৭ জন পথচারী পারাপার করতে গেলে পুলটি এদিক -সেদিক হেলে-দুলে যায়, ভয়ে অনেক বৃদ্ধ ও শিশু পুল পারাপার করতে পারছেন না। পুলটি নির্মানে বিলম্ব হলে যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনায় পতিত হতে পারে পারাপারকারিরা। অতি ঝুঁকিপূর্ন এবং অত্যান্ত গুরুতর্বপূর্ন জনবহুল উপজেলা সদরের এ পুরোনো পুলটি অগ্রাধিকার ভিত্তিতে নির্মাণের দাবি জানান বক্তারা।

Comments

comments