ঢাকারবিবার , ৭ ফেব্রুয়ারি ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

নকলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাস্তি পেতে যাচ্ছেন যেসব আওয়ামী লীগ নেতা

প্রতিবেদক
Kolom 24
ফেব্রুয়ারি ৭, ২০২১ ১০:৫০ অপরাহ্ণ
Link Copied!

আজ রবিবার (০৭ ফেব্রুয়ারি) বেলা ৩টায় নকলা উপজেলা আওয়ামী লীগ, নকলা উপজেলা শাখার কার্যকরী কমিটির এক সভা দলীয় কার্যালয়ে সিনিয়র সহ-সভাপতি আম্বিয়া খাতুনের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের এক জরুরি সভায় অনুষ্ঠিত হয়।

নকলা পৌর সভার নির্বাচনে নৌকার বিপক্ষে অবস্থান নেওয়া বিদ্রোহী প্রার্থী ও তাদের মদদদাতাদের নকলায় পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোঃ হাফিজুর রহমান লিটনের নৌকা প্রতীকের বিরুদ্ধে এবং বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমানের পক্ষে কাজ করার অভিযোগে ০৬ জন কেবাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক বিধিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহনের জন্য দলীয় শৃঙ্খলা-বিধি ভঙ্গের অভিযোগে জেলা ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ বরাবর যথাযথ সাংগঠনিক বিধি মোতাবেক চূড়ান্ত বহিষ্কারের সুপারিশ করা হয়।

যাদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহনের জন্য সুপারিশ করা হয়েছে

০১) বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যাপক মিজানুর রহমান, ০২) নকলা উপজেলা শাখার সহ সভাপতি মহিদুল ইসলাম, ০৩) সহ দপ্তর সম্পাদক অনিল কুমার রায়, ০৪) জাতীয় শ্রমিকলীগ নকলা উপজেলা শাখার সভাপতি খন্দকার রবিউল করিম মানিক, ০৫)নকলা পৌর আওয়ামী লীগের সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আনার, ০৬) নকলা উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য রাকিব হাসান রন্জু।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেরপুর নকলায় পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র পদে হাফিজুর রহমান লিটন নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। উক্ত নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের অভিযোগে দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থী কর্তৃক নকলা উপজেলা আওয়ামী লীগের কাছে প্রেরিত অভিযোগসমূহ সরেজমিন অনুসন্ধানসাপেক্ষে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় স্থায়ি ব্যবস্থা গ্রহনের জন্য অভিযুক্তদের নাম জেলা ও কেন্দ্রীয় কার্যালয়ে প্রেরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

Comments

comments