ঢাকামঙ্গলবার , ৯ ফেব্রুয়ারি ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত, রূপপুর পারমাণবিক প্রকল্পের কর্মকর্তা আহত

প্রতিবেদক
Kolom 24
ফেব্রুয়ারি ৯, ২০২১ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সাগর হোসেন (২৫) নামে এক মাইক্রোবাসচালক নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাতটার দিকে উপজেলার গুনাইহাটি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাগর রূপপুর পারমাণবিক প্রকল্পের মাইক্রোবাসের চালক। তার বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার আলহাজ্ব মোড় এলাকায়। আহত ব্যক্তি রূপপুর পারমাণবিক প্রকল্পের বিদেশি কর্মকর্তা।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শফিকুল ইসলাম জানান, পাবনার রূপপুর থেকে সকালে পারমাণবিক প্রকল্পের ইঞ্জিনিয়ার রাশিয়ান নাগরিক শেরগেই গারজিনাকে নিয়ে একটি মাইক্রোবাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। মাইক্রোবাসটি পাবনা-নাটোর মহাসড়ক হয়ে বড়াইগ্রাম উপজেলার গুনাইহাটি গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় মাইক্রোবাসের চালক সাগর হোসেন ঘটনাস্থলেই মারা যান। আহত বিদেশি কর্মকর্তা শেরগেই গারজিনা বনপাড়ার পাটোয়ারী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়। সাগরের মরদেহ হাইওয়ে থানায় আনা হয়েছে।

Comments

comments