ঢাকাবুধবার , ১০ ফেব্রুয়ারি ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

‘মাঠ পর্যায়ের দূর্নীতি সংবাদপত্রে তুলে আনতে হবে’ : পিআইবি’র মহা-পরিচালক

প্রতিবেদক
Kolom 24
ফেব্রুয়ারি ১০, ২০২১ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) মহা-পরিচালক জাফর ওয়াজেদ বলেছেন, ‘ মাঠ পর্যায়ের অনেক ধরণের অনিয়ম, দুর্নীতি হচ্ছে। সেগুলোকে সংবাদপত্রের মাধ্যেমে তুলে আনতে হবে। সকল সাংবাদিকরা এক হয়ে সেসব অনিয়ম-দূর্নীতি সংবাদ তুলে এনে ভূমিকা রাখতে হবে।

পত্রিকার প্রাণ হচ্ছে রিপোর্টার। রিপোর্টার ছাড়া কোন পত্রিকার মূল্য নেই। দেশের রিপোর্টারগণ বিভিন্ন সময়ে আইনি জামেলায় পড়ছে। তাদেরকে সংবাদ করতে গিয়ে হেনস্থা, মারধরে শিকার হতে হচ্ছে। তাই সকল সংবাদকর্মীকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।’

বুধবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কটিয়াদী রিপোর্টার্স ইউনিটি’র সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা শেষে পিআইবি’র মহাপরিচালক এসব কথা বলেন।

জাফর ওয়াজেদ বলেন, ‘দুর্নীতির কারণে বর্তমান সরকারের সুনাম ক্ষুন্ন হচ্ছে। সে বিষয় গুলোকে নজর রেখে দুর্নীতিবাজদের চিহ্নিত করে তা সংবাদপত্রের মাধ্যমে তুলে এসে প্রকাশ করতে হবে। কটিয়াদী রিপোর্টার্স ইউনিটি’র সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরো বলেন, ‘এই সংগঠনটি বিভিন্ন কাজে ভুমিকা রাখায় সন্তুষ্টি প্রকাশ করেন।’

এসময় কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফজলুল হক জোয়ারদার আলমগীরের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পিআইবির গবেষক এনায়েত হোসেন রেজা, অষ্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফরিদ রায়হান, কটিয়াদী রিপোর্টার্স ইউনিটি’র সহ-সভাপতি রফিকুল হায়দার টিটু, সহ-সভাপতি নজরুল ইসলাম মজিব, সাধারণ সম্পাদক ফখর উদ্দিন ইমরান, যুুুুগ্ম-সম্পাদক মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক মাইনুক হক মেনু, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মোঃ এখলাস উদ্দিন, কোষাধ্যক্ষ দর্পন ঘোষ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাসুম বিল্লাহ তাহের, প্রচার ও প্রকাশনা সম্পাদক আতিকুর রহমান কাযিন, নির্বাহী সদস্য এস এম নজরুল ইসলাম, সংবাদকর্মী আল আমিন, মোস্তফা জাকির, মোফাসসেল হোসেন প্রমুখ

 

Comments

comments