ঢাকাবৃহস্পতিবার , ১৯ মার্চ ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে দুই কোচিং সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
Kolom 24
মার্চ ১৯, ২০২০ ১১:০১ পূর্বাহ্ণ
Link Copied!

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় নাটোরের দুই কোচিং সেন্টারের পরিচালককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার (১৮ মার্চ) বিকেলে শহরের বলারিপাড়ায় এই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু হাসান জানান, করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে শিক্ষা মন্ত্রনালয় গত ১৬মার্চ এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ কোচিং সেন্টারগুলো বন্ধ করার নির্দেশনা প্রদান করেন। কিন্তু নাটোরের কিছু কোচিং সেন্টার সরকারি সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং বানিজ্য চালিয়ে যাচ্ছে, এমন সংবাদের প্রেক্ষিতে শহরের বলাড়িপাড়ায় অভিযান চালানো হয়। অভিযানে কোচিংগুলোতে বিপুল সংখ্যক শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় ব্রাইট ফিউচার কোচিং সেন্টারের পরিচালক নজিবুল ইসলাম এবং শামীম কোচিংয়ের পরিচালক শামীমুল রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় আরও তিন শিক্ষককে আটক করে কোচিং করাবেনা মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

নাজমুল হাসান, নাটোর প্রতিনিধি 

Comments

comments