ঢাকাশুক্রবার , ১৯ ফেব্রুয়ারি ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ই-মার্কেটিং ও হস্তশিল্প প্রশিক্ষণ সমাপ্ত

প্রতিবেদক
Kolom 24
ফেব্রুয়ারি ১৯, ২০২১ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানে হস্তশিল্প বিষয়ক ৫ দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্স শেষ হয়েছে। কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প এবং ওমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ওয়েব। এতে বিনামূল্যে ১৫ জন বেকার ও শিক্ষিত নারীকে বিনামূল্যে শেলাই, নকশা তৈরী ও সূচীকর্ম প্রশিক্ষণ প্রদান করা হয়। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

এদিকে ঢাকায় বিসিক কর্মকর্তাদের ‘ই-কমার্স ও ই-মার্কেটিং ফর এসএমই’ শীর্ষক এক প্রশিক্ষণ শেষ হয়েছে। উত্তরায় ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউটে চার দিনব্যাপী এ আবাসিক কর্মশালার যৌথ আয়োজক বিসিক ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প। এতে বিসিকের ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার বিকেলে স্কিটিতে এ কর্মশালার সমাপনী এবং সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Comments

comments