ঢাকাসোমবার , ২৩ মার্চ ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় আওয়ামীলীগ নেতাকে ১৫ দিনের কারাদণ্ড

প্রতিবেদক
Kolom 24
মার্চ ২৩, ২০২০ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পাকুন্দিয়া মহিলা বিষয়ক কর্মকর্তার উপর হামলা করায় সাবেক ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন সবুজকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দুপুরে উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফর রহমান এ আদেশ দেয়।

জানা যায়, পাকুন্দিয়ায় একটি মামলা সংক্রান্ত বিষয়ের তদন্ত করছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত। এ সময় খোঁজ খবর নিতে দুপুরে তার কার্যালয়ে যান উপজেলা ছাত্রলীগের সাবেক নোতা আমজাদ হোসেন সবুজ।

এ সময় তাদের মধ্যে প্রথমে বাক-বিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে উপজেলায় কর্মরত কর্মচারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসানের কাছে গিয়ে প্রতিবাদ জানায় ও বিচার চায়।

তারপর তাকে ভ্রাম্যমান আদালত বসিয়ে ১৫ দিনের কারাদন্ড দেন উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফর রহমান।

ভ্রাম্যমান আদালতের বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফর রহমান জানান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গায়ে হাত দেওয়ার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৮৬ ধারা ১৫ দিনের জেল দেওয়া হয়েছে।

এ দিকে কারাদন্ডাদেশ দেয়ার পর পুলিশের সাথে বাকবিতন্ডায় জরায় আওয়ামীলীগের নেতাকর্মীরা। প্রতিবাদে পুলিশও লাঠিচার্জ করে। এ সময় মাসুদ নামের এক কর্মী আহত হাওয়ার খবর পাওয়া গেছে।

এ বিষয়ে পাকুন্দিয়া থানার ওসি মো মফিজুর রহমান মুঠোফোনে বলেন, সাবেক ছাত্রলীগ নেতা সবুজকে আটকের পর কিছু লোক উপজেলা নির্বাহী অফিসারের রুমের সামনে বিশৃঙ্খলা করলে পুলিশ তাদের সড়িয়ে দেয়। সেখানে কোনো লাঠিচার্জের ঘটনা ঘটেনি।

হুমায়ুন কবির, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি  

Comments

comments