ঢাকারবিবার , ২১ মার্চ ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে ফের মাঠে নেমেছে পুলিশ

প্রতিবেদক
Kolom 24
মার্চ ২১, ২০২১ ২:১১ অপরাহ্ণ
Link Copied!

‘মাস্ক পড়ার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের কটিয়াদীতে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় বাংলাদেশ পুলিশের উদ্যোগ মাস্ক বিতরণ, জনসচেতনতা ভ্রাম্যমাণ আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

ছবি : কলম২৪

রোববার (২১ মার্চ) সকালে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় কটিয়াদী মডেল থানার আয়োজনে এই মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এক পথচারীকে মাস্ক পড়িয়ে দিচ্ছেন ওসি।

মাস্ক বিতরণ কর্মসূচিতে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন কটিয়াদী পৌরসভার মেয়র শওকত উসমান।

এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা সিদ্দিকুর রহমান ভূইয়া, মডেল থানার (ওসি) তদন্ত শফিকুল ইসলাম, সাবেক ভিপি দুলাল বর্মণ, উপজেলা যুবলীগ আহ্বায়ক শারফুল কাদের ভিপি মনির প্রমুখ।

উপস্থিত ছিলেন কটিয়াদী মডেল থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান, এসআই দুলাল মিয়া, এসআই কামালসহ অন্যান্যরা। এসময় মডেল থানার সকল পুলিশ সদস্য মাস্ক বিতরণ কর্মসূচিকে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, করোনা সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মানতে হবে। অর্থনৈতিক ও জীবনধারা স্বাভাবিক রাখার পাশাপাশি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাস্ক পড়ার বিকল্প নেই বলে জানান বক্তারা।

Comments

comments