ঢাকাবুধবার , ২৪ মার্চ ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে যক্ষা দিবস পালিত

প্রতিবেদক
Kolom 24
মার্চ ২৪, ২০২১ ১২:০৪ অপরাহ্ণ
Link Copied!

“মুজিব বর্ষের অঙ্গীকার, যক্ষামুক্ত বাংলাদেশ গড়ার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে হাসপাতালের উদ্যোগে বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে বুধবার (২৪ মার্চ) সকালে এক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিটি হাসপাতাল ক্যাম্পাস প্রদক্ষিণ করে বর্হিবিভাগ গেইটের সামনে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে আলোচনা সভায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ এহসানুল হক মুকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাখেন, সহকারী পরিচালক ডাঃ অনুপম ভট্টাচার্য, আবাসিক চিকিৎসক মেডিসিন ডাঃ মুহাম্মদ আবিদুর রহমান ভূঞা।

উল্লেখ্য, প্রতিবছর ২৪ মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়। যক্ষ্মা রোগের ক্ষতিকর দিক বিশেষ করে স্বাস্থ্য, সামাজিক ও অর্থনৈতিক পরিণতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এই মহামারীর নির্মূলে দিবসটি পালিত হয়। ১৮৮২ সালের এই দিনে ড. রবার্ট কোচ যক্ষ্মার জীবাণু আবিষ্কার করেন। যক্ষ্মা রোগ নির্নয় খুব সহজেই করা সম্ভাব। কাশি পরীক্ষা ও যক্ষার চিকিৎসা বিনামূল্যে করা হয়। বিশ্বের দশটি মৃত্যুজনিত কারণের মধ্যে অন্যতম। প্রতিদিন বিশ্বে চার হাজার মানুষ যক্ষ্মা রোগে মারা যান এবং ৩০ হাজার আক্রান্ত হন।

Comments

comments