ঢাকাশনিবার , ৩১ জুলাই ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সৈয়দ আশরাফের ম্যুরাল ভাংচুরের প্রতিবাদে কিশোরগঞ্জ ছাত্রলীগের মানববন্ধন

প্রতিবেদক
Kolom 24
জুলাই ৩১, ২০২১ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা, উপজেলা ও পৌর ছাত্রলীগ। শনিবার (৩১ জুলাই) আখড়া বাজার ব্রিজ সংলগ্ন শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক লুৎফুর রশিদ নয়ন।

ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, সৈয়দ আশরাফুল ইসলামের চাচাতো ভাই জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ নেতা বছির উদ্দিন রিপন, জেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক নূর আজিজ খান বাবু, জেলা যুবলীগ নেতা মাহফুজ, এ্যাড. মাহবুব রশিদ স্বরমিন, জেলা মহিলা যুব লীগের সাধারণ সম্পাদক সুইটি আক্তার প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা আফজাল মিয়া, সাইমন কবীর, এহসানুল হক সঞ্জু, আশিকুর রহমান, আহসানুল আলম ইনসান, প্রান্তর, আরিফ, মনির, আলামিন, নাদিম, জিসান, সদর উপজেলা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান তুষার, রাকিবুল ইসলাম, তারিফুল ইসলাম শ্রাবণ, রেদওয়ান সাইক সোহাগ, বদিউল ইসলাম ভূঁইয়া, হাবিবুর রহমান, আতিকুর রহমান রাহাত, নাবিদুর হাসান উদয়, মহিবুল হাসান রিফাত, পিয়াস, সাজীব কাউসার, মাফী প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশের অনুভূতির নাম সৈয়দ আশরাফ। আমরা কিশোরগঞ্জের মানুষ তাকে নিয়ে গর্ব করি। তার ম্যুরালটি ভেঙ্গে ফেলা হয়েছে। এটা অত্যন্ত দুঃজনক। গত শুক্রবার বিকেলে একজনকে গ্রেফতার করা হয়েছে। ধন্যবাদ জানাই দ্রুততম সময়ে আপনারা একজনকে গ্রেফতার করেছেন। এর ইন্দনদাতা কারা তাদেরকেও আপনারা খুঁজে বের করুন। কিশোরগঞ্জে যারা সরকারি কর্মকর্তা আছেন তাদের প্রতি আমাদের আস্থা আছে। আপনারা নিজেদের সুনাম ধরে রাখুন। সৈয়দ আশরাফের সমস্ত অর্জন ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম, দুর্নীতি, নরসুন্দা নদী দখলের জন্য সৈয়দ আশরাফ এগুলো করেননি। আমরা সঠিক তদন্তের মাধ্যমে সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাংচুরের বিচার চাই।

Comments

comments