ঢাকাবৃহস্পতিবার , ২০ জানুয়ারি ২০২২
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

‘ডাকাতি রুখতে পুলিশের চ্যালেঞ্জ’

প্রতিবেদক
Kolom 24
জানুয়ারি ২০, ২০২২ ১২:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ও জালালপুর ইউনিয়নে ইউপি নির্বাচনে পরবর্তী সময়ে হুট করেই বেড়ে যায় ডাকাতদের উৎপাত। এলাকার বেশ কয়েকটি জায়গায় ঘটে যায় ডাকাতির মতো ঘটনা। এতে একদিকে আতঙ্ক বাড়ে, অন্যদিকে নির্ঘুম রাত কাটান বাসিন্দারা।

এরই প্রেক্ষিতে ডাকাতি রুখতে বুধবার লোহাজুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয়দের নিয়ে কমিউনিটি ও বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

এসময় ডাকাতি আতঙ্ক দূর করতে ও আইন-শৃঙ্খলার উন্নয়ন, চুরি, ডাকাতি , মাদক, ইভটিজিং, কিশোর গ্যা ও অরাজকতা নিয়ে দীর্ঘ আলোচনা শেষে ডাকাতি রুখতে পুলিশ চ্যালেঞ্জ ছুঁড়ে দেন।

সভায় কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তৃতা করেন কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. নুরে আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোনাহর আলী, লোহাজুরী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম হায়দার মরুয়া, জালালপুর ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, স্বাধীনতা ৭১ পার্কের চেয়ারম্যান লায়ন এ্যাডভোকেট নুরুজ্জামান ইকবাল, লোহাজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম বিএসসি, কটিয়াদী রিপোটার্স ইউনিটির সভাপতি ফজলুল হক জোয়ারদার আলমগীর, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন প্রমুখ।

Comments

comments