ঢাকাবৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচরে ও.এম.এস এর চাল ১০ টাকা কেজিতে বিক্রি

প্রতিবেদক
Kolom 24
এপ্রিল ২৩, ২০২০ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের কুলিয়ারচরে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খাদ্য বান্ধব কর্মসূচীর ও.এম.এস এর চাল ১০ টাকা কেজিতে বিক্রয় করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার ফরিদপুর ইউনিয়নের আনন্দ বাজারে সালুয়া ইউনিয়নের ডিলার (অতিরিক্ত দায়িত্বে) মো: শহীদুল্লাহ সামাজিক দুরত্ব বজায় রেখে ফরিদপুর ইউনিয়নে ও.এম.এস এর চাল বিক্রয় কার্যক্রম শুরু করেন।

চাল বিক্রয় কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহানা সুলতানা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুর ইউপি চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শাহ্ আলম, ট্যাগ অফিসার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, মোঃ মাইন উদ্দিন ও মোঃ নাঈমুজ্জামান নাঈম সহ ইউপি সদস্যবৃন্দ।

ডিলার মোঃ শহীদুল্লাহ বলেন, ফরিদপুর ইউনিয়নে ৩৩৯ জন কার্ডধারী ভূক্তা প্রতিজনে ৩০ কেজি করে মোট ১০.১৭০ মেট্রিক টন চাল পাবে। তবে কার্ড দেখিয়ে একজন ব্যক্তি একবারে সর্বোচ্চ ৩০ কেজি চাল কিনতে পারবেন।

অপর দিকে জানা যায়, ৫০ কেজির চালের প্রতি বস্তায় আধা কেজি থেকে ১ কেজি করে চাল মাপে কম থাকায় সঠিক মাপে চাল দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়াৎ ফেরদৌসী ফরিদপুর ইউপি চেয়ারম্যান লায়ন মোহাম্মাদ শাহ আলমকে ভূর্তকী দেওয়ার নির্দেশ দেন।

মোছা. শুভ্রা, কুলিয়ারচর প্রতিনিধি

Comments

comments