ঢাকাবৃহস্পতিবার , ২৫ জুন ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে মুক্তিযোদ্ধার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

প্রতিবেদক
Kolom 24
জুন ২৫, ২০২০ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

নাটোরে বিশিষ্ট মুক্তিযোদ্ধা মাজেদ খান চৌধুরীর স্ত্রী জাহানারা চৌধুরীকে ছুরিকাঘাতে করে হত্যা করা হয়েছে। বুধবার রাতে শহরের নিচাবাজার চৌধুরীপাড়ায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। পুলিশ জানায় চুরি করার সময় দেখে ফেলায় চোর জাহানারা চৌধুরীকে ছুরিকাঘাত করে জানালা ভেঙ্গে পালিয়ে যায়। জাহানারা চৌধুরীর শরীরে ৯টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে সোহান নামে একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, শহরের কান্দিভিটুয়া মহল্লার সাইফুল ইসলাম নিচাবাজারের চৌধুরীপাড়ায় মাজেদ চৌধুরীর বাসায় ভাড়া থাকতেন। সম্প্রতি সে বাসা পরিবর্তন করে সালেম খান চৌধুরীর বাসায় ভাড়া উঠেন। মাজেদ খান চৌধুরীর বাসায় ভাড়া থাকার সুবাদে সাইফুলের ছেলে সোহান বাসার কোথায় কি আছে তা ভালভাবেই জানতো। বুধবার সোহান দিনের কোন এক সময় মাজেদ খান চৌধুরীর বাসায় ঢুকে আত্মগোপন করে ছিল। গভীর রাতে সে চুরি করার একপর্যায়ে জাহানারা চৌধুরীর রুমে ঢুকে স্বর্নালংকার হাতিয়ে নেওয়ার সময় জাহানারা চৌধুরীর ঘুম ভেঙ্গে যায়। এসময় সে সোহানকে জাপটে ধরলে সোহান উপুর্যপরি জাহানারা চৌধুরীকে ছুরিকাঘাত করে জানালার গ্রীল ভেঙ্গে পালিয়ে যায়। পরে বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে সদর দরজা বন্ধ থাকায় জানালার গ্রীল ভেঙ্গে ভিতরে ঢুকে জাহানারা চৌধুরীকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর পূর্বে জাহানার চৌধুরী হত্যাকান্ডের বর্ণনা দিয়ে যান।

Comments

comments