ঢাকারবিবার , ৫ জুলাই ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

শৈলজারঞ্জন সংস্কৃতি কেন্দ্রের কাজ এখন দৃশ্যমান

প্রতিবেদক
Kolom 24
জুলাই ৫, ২০২০ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

মোহনগঞ্জে শৈলজারঞ্জণ সংস্কৃতি কেন্দ্রের কাজ এখন দৃশ্যমান। বিমান বাংলাদেশ এ্যায়ারলাইন্স এর পরিচালনা পরষদের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর কায়ার্লয়ের সাবেক সিনিয়র সচিব নেত্রকোনার উন্নয়নের রুপকার সাজ্জাদুল হাসানের পৃষ্টপোষকতায় ও সংস্কৃতি মন্ত্রণালয়ের বাস্তবায়নে মোহনগঞ্জের বাহাম গ্রামে নির্মিত হচ্ছে শৈলজারঞ্জন সংস্কৃতি কেন্দ্র । যার অবকাঠামোগত কাজ প্রায় দৃশ্যমান। বহু অংশের ৫০ থেকে ৭০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে । ভাটি বাংলার প্রাণকেন্দ্র মোহনগঞ্জে এই সংস্কৃতি কেন্দ্রের কাজ সম্পন্ন হলে অত্র অঞ্চলে রবীন্দ্র সঙ্গীত সংস্কৃতির প্রচার, প্রশিক্ষণ ও নতুন শিল্পী তৈরীর পথ সুগম হবে। শিল্প সাহিত্যে সঙ্গীতাচার্য শৈলজা রঞ্জণ মজুমদারের অবদান বিশেষ করে রবীন্দ্র সঙ্গীতের সুরকার হিসেবে তার স্বীকৃতি দেশবাসীর কাছে তুলে ধরা হবে। সেই সাথে অত্র এলাকার পর্যটন বিকাশেও এই কেন্দ্র উল্লেখযোগ্য অবদান রাখবে।২.৩২ একর জমির উপর নির্মিত হচ্ছে মৈলজারঞ্জণ সাংস্কৃতিক একাডেমি। ৩৯ কোটি ৬০ লক্ষ টাকা ব্যায়ে এই প্রকল্পের কাজ করোনার কারনে কিছুটা ধীর গতিতে হলেও কাজ চলমান রয়েছে । এই প্রকল্পে রয়েছে ৩ তলা বিশিষ্ট একাডেমিক ভবন, এম্ফিথিয়েটার ,কনফারেন্স হল, গ্রন্থাগার, জাদুঘর, সবুজ চত্তর ও পুকুর সম্বলিত একটি অত্যাধুনিক সাংস্কৃতিক কেন্দ্র । গণপূর্ত বিভাগ নেত্রকোণা কতৃক বাস্তবায়িত এ কাজের বর্তমান অগ্রগতি সম্পর্কে রোববার উপজেলা নির্বহী অফিসার আরিফুজ্জামান বলেন বাহাম শৈলজারঞ্জণ সংস্কৃতি কেন্দ্রের কাজের অগ্রগতি সন্তুস জনক ।

Comments

comments