ঢাকারবিবার , ১ নভেম্বর ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

মারা গেছেন ‘জেমস বন্ড’ খ্যাত অস্কারজয়ী স্কটিশ অভিনেতা স্যার শন কনারি

প্রতিবেদক
Kolom 24
নভেম্বর ১, ২০২০ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

‘জেমস বন্ড’ খ্যাত অস্কারজয়ী স্কটিশ অভিনেতা স্যার শন কনারি মারা গেছেন। গতকাল শনিবার কিংবদন্তী এই অভিনেতার মৃত্যুর খবর জানান তাঁর পরিবারের সদস্যরা। গত কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন বর্ষীয়ান এই অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

১৯৬২ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত একটানা ‘জেমস বন্ড’ সিরিজের ৭টি ছবিতে অভিনয় করেছেন শন কনারি। চলচ্চিত্র সমালোচকদের মধ্যে জেমস বন্ড চরিত্রটিকে রুপালি পর্দায় শন কনারির মতো আর কেউই ফুটিয়ে তুলতে পারেননি। এ ছাড়াও, ইন্ডিয়ানা জোন্স, লাস্ট ক্রুসেড এবং দ্য রক ছবিতে অভিনয় করে তিনি বেশ পরিচিতি পান।

দীর্ঘ অভিনয় জীবনে একবার অস্কার, দুবার বাফটা পুরষ্কার ও তিনবার গোল্ডেন গ্লোব পুরষ্কার পেয়েছেন শন কনারি। আরও অসংখ্য পুরষ্কার রয়েছে তাঁর ঝুলিতে।

১৯৮৮ সালে ‘দ্য আনটাচেবল’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি অস্কার পান। ২০০০ সালে ব্রিটেনের রাণী এলিজাবেথ তাঁকে নাইটহুড সম্মানে ভূষিত করেন।

Comments

comments