ঢাকাশুক্রবার , ১৯ ফেব্রুয়ারি ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সুখবর দিলেন শাকিব-বুবলী

প্রতিবেদক
Kolom 24
ফেব্রুয়ারি ১৯, ২০২১ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

সব গুঞ্জন উড়িয়ে দিয়ে অবশেষে ঢাকাই ছবির আলোচিত জুটি শাকিব খান ও বুবলী একই টেবিলে পাশাপাশি বসে নতুন ছবিতে চু্ক্তিবদ্ধ হলেন। এর মাধ্যমে দীর্ঘ বিরতির পর ফের শাকিব-বুবলীকে পর্দায় দেখতে পাবেন দর্শক। ছবিটির নাম ‘লিডার (আমিই বাংলাদেশ)’।

ছবিটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার তেজগাঁওয়ে আরটিভি স্টুডিওতে ‘লিডার (আমিই বাংলাদেশ)’ ছবির চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

ছবিটি পরিচালনা করবেন নাট্য নির্মাতা তপু খান। সিনেমায় প্রথম তিনি। প্রথম ছবিতেই নায়ক হিসেবে পেয়েছেন দেশের শীর্ষ নায়ককে। এখন দেশে যে ওয়েব সিরিজের চল। এই নির্মাতাই ২০১৬ সালে বাংলাদেশের প্রথম ওয়েব সিরিজ নির্মাণ করেন। পাশাপাশি বিজ্ঞাপনচিত্র নাটক সব মিলিয়ে তিন শতাধিক কনটেন্ট বানিয়েছেন তিনি। সিনেমায় একেবারেই নতুন তিনি। এই নতুন নির্মাতাকেই কেন শাকিব খান তার পরবর্তী মিশনের জন্য বেছে নিলেন? নিজের বক্তব্যে সেটা স্পষ্ট করেই জানালেন শাকিব খান।

বললেন, ‌’আমি সেই নতুনের সঙ্গে কাজ করতে চাই, সবসময় হাঁটতে চাই, যে আমাকে নতুন পথচলা শেখায়। নতুন গল্প দেয়। সেই নতুন না, যে শুধু বয়সে নতুন। নতুন হলেও তপু খান একজন মেধাবী নির্মাতা। তার মধ্যে স্বপ্ন রয়েছে। ভালো কিছু করার স্বপ্ন। আমার বিশ্বাস— লিডার মুক্তির পর দর্শক বুঝবে যে তপু কতটা মেধাবী নির্মাতা।’

শাকিব খান মনে করেন, ‘নতুন এই ছবি গতানুগতিক ধারার বাইরে এসে অন্য রকম একটি গল্পের ছবি হবে, যে ছবিটি দেশের প্রত্যেক তরুণের মনের কথা বলবে। শাকিব খান বলেন, ‘বাংলাদেশের প্রত্যেক মানুষই একেকজন লিডার। আমার দেশের প্রত্যেকের নিজের অবদান রাখার মাধ্যমেও যে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়— সেই গল্পটাই উঠে আসবে এই ছবিতে। একজন শিল্পীই শুধু নন, ভালো মানের সিনেমা দেশের প্রত্যেকটা মানুষ উপভোগ করতে চায়। দেখে গর্বিত হতে চায়। আমি বলব, এটি তেমনই একটি সিনেমা। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে— সুন্দরভাবে সিনেমাটির শুটিং শেষ করে দর্শকের সামনের উপস্থাপনের…।’

বৃহস্পতিবার ‘লিডার (আমিই বাংলাদেশ)’ নিয়ে বুবলী বলেন, আরটিভি থেকে যখন আমার সঙ্গে সিনেমাটি নিয়ে যোগাযোগ করে আমি কনসেপ্ট শুনে মুগ্ধ হই। তাছাড়া এই সময়ে এমন একটি বড় সিনেমার উদ্যোগ নেওয়ার জন্য বেঙ্গল মাল্টিমিডিয়াকে সাধুবাদ জানাই। গল্পটা অসম্ভব সুন্দর। যখন জেনেছি, পরিচালক তপু খান পাঁচ-ছয় মাস শুধু এই সিনেমার গল্পটি নিয়েই কাজ করছেন, আর এটি তার প্রথম সিনেমা, তখন মনে হয়েছে— সত্যি এবার দারুণ কিছু একটা হবে।’

এ সময় শাকিব খান কম বাজেটে নির্মিত মানহীন ছবিরও সমালেোচনা করেন। বলেন, প্রতিবেশী দেশের একটি প্রদেশের ছবি যেখানে তিনশ’ চারশ’ কোটি রোটি রুপিতে নির্মিত হয়। সেখানে আমাদের দেশে দিনে দিনে ছবির বাজেট কমে আসছে। এটা ফিল্মের জন্য শুভ নয়। ফিল্ম হচ্ছে বিশাল ক্যানভাসের একটা বিষয়।

Comments

comments