ঢাকামঙ্গলবার , ২৩ ফেব্রুয়ারি ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন ২ এপ্রিল

প্রতিবেদক
Kolom 24
ফেব্রুয়ারি ২৩, ২০২১ ১১:০৯ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। আগামী ২ এপ্রিল এটি অনুষ্ঠিত হবে। গতকাল (২৪ জানুয়ারি) সমিতির বর্তমান কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানানো হয়, এবার প্রধান নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ চলচ্চিত্র পরিচালক আব্দুল লতিফ বাচ্চু। এতে কমিশনারের দায়িত্বে থাকছেন আ স ম শফিকুর রহমান ও ডি এইচ নিশান।

শোনা যাচ্ছে, নির্বাচনে চারটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কোনও ঘোষণা আসেনি।

সমিতির সাংগঠনিক সম্পাদক কাবিরুল ইসলাম রানা জানান, গত ৩১ ডিসেম্বর বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে। কিন্তু করোনা পরিস্থিতিতে নতুন নির্বাচন পিছিয়ে যায়।

গতকাল কার্যনির্বাহী কমিটির বৈঠকে আগামী ২ এপ্রিল নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। এর ৪৫ দিন আগ থেকে কমিশন ভোটের কার্যক্রম শুরু করবে।

এর আগে, ২০১৯ সালের ২৫ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মুশফিকুর রহমান গুলজার সভাপতি আর বদিউল আলম খোকন মহাসচিব নির্বাচিত হন।

Comments

comments