ঢাকামঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলের বিমান আরব আমিরাতে

প্রতিবেদক
Kolom 24
সেপ্টেম্বর ১, ২০২০ ৮:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

প্রথমবারের মতো বাণিজ্যিক বিমান চলাচল শুরু হয়েছে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে। দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি অনুসারে এটি একটি বড় ধরনের পদক্ষেপ।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, সোমবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে সরাসরি আবুধাবিতে ফ্লাইটটি আসে।

শনিবার ইসরায়েলকে বয়কট করে ১৯৭২ সালের করা একটি আইন তুলে নেয় আরব আমিরাত। এরপর দুই দেশের মধ্যে বাণিজ্যিক বিমান কার্যক্রম শুরু হয়। ইসরায়েলি ফ্লাইটটি সৌদি আরবের আকাশসীমা অতিক্রম করে আবুধাবিতে পৌঁছায়। সৌদি আরবের আকাশসীমায় ইসরায়েলি ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা থাকলেও এদিন তা তুলে নেওয়া হয়।

আমেরিকার মধ্যস্থতায় দুই দেশের মধ্যে এ ঐতিহাসিক শান্তিচুক্তিতে বড় ভূমিকা রাখেন জারেড কুশনার। চুক্তি অনুযায়ী আগামী কয়েক সপ্তাহে ইসরায়েল ও আমিরাতের প্রতিনিধিরা বিনিয়োগ, পর্যটন, সরাসরি বিমান চলাচল, নিরাপত্তা, টেলিযোগাযোগ, প্রযুক্তি, জ্বালানি, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি, পরিবেশ এবং একে অপরের দেশে দূতাবাস স্থাপন নিয়ে দ্বিপক্ষীয় চুক্তি সই করবে।

Comments

comments