ঢাকামঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পদত্যাগ করতে যাচ্ছেন

প্রতিবেদক
Kolom 24
সেপ্টেম্বর ১৫, ২০২০ ১০:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

পদত্যাগ করতে যাচ্ছেন চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টেরি ব্রান্সট্যাড।  চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান বিরোধের জেরে নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন নির্বাচনের আগে পদত্যাগ করতে যাচ্ছেন তিনি। সোমবার একটি বিশ্বস্ত সূত্রে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর দিয়েছে।

তিন বছরেরও বেশি সময়ে ধরে চীনে মার্কিন দূতাবাসে দায়িত্বরত আছেন ব্রান্সট্যাড। শক্তিধর দুই দেশের মধ্যে যখন বিভিন্ন ইস্যুতে উত্তেজনা চলছে, ঠিক তখনিই ব্রান্সট্যাডের পদত্যাগের বিষয়টিও প্রকাশ্যে এলো।

শুক্রবার চীন সরকার ঘোষণা দিয়েছিল, যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক ও কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আনতে যাচ্ছে বেইজিং।

সেপ্টেম্বরের শুরুতে চীনা কূটনীতিক ও কর্মকর্তাদের ওপর একই ধরনের পদক্ষেপ নিয়েছিল ওয়াশিংটন।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক টুইটার পোস্টে আমেরিকান জনগণের প্রতি দায়িত্ব পালনের জন্য ব্রান্সট্যাডকে ধন্যবাদ জানান।

পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, ‘চীনের সঙ্গে কূটনীতিতে কয়েক দশকের অভিজ্ঞতা রাষ্ট্রদূত ব্রান্সট্যাডকে এ ক্ষেত্রে সবচেয়ে দক্ষ ব্যক্তিতে পরিণত করে। ফলে মার্কিন প্রশাসনের প্রতিনিধিত্ব করতে প্রেসিডেন্ট ট্রাম্প তাকেই পছন্দ করেছিলেন।’

তবে ব্রান্সট্যাডের দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে পম্পেও কোনো ঘোষণা দেননি বা এ সংক্রান্ত কিছু বলেননি তিনি।

Comments

comments