ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসীন হত্যার ঘটনায় জাতিসংঘের নিন্দা By আন্তর্জাতিক ডেস্ক - 2 months ago ২৯ নভেম্বর ২০২০ 9:19 pm 17 আন্তর্জাতিক ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসীন হত্যার ঘটনায় জাতিসংঘের নিন্দা 5sharesইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসীন ফাখরিজাদে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন। এ হত্যাকাণ্ডকে মানবাধিকার লঙ্ঘন বলেও আখ্যায়িত করেছে সংস্থা দু’টি। আঞ্চলিক সংঘাত এড়িয়ে চলতে ইরানকে আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এদিকে, মোহসীন ফাখরিজাদ হত্যার প্রতিবাদে তেহরানে বিক্ষোভে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পতাকায় আগুন দিয়েছে আন্দোলনকারীরা। হত্যাকাণ্ডের কড়া জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইউরোপের আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, শীর্ষ বিজ্ঞানী হত্যার প্রতিশোধ নিতে ইরাককে ব্যবহার করতে পারে ইরান।