ঢাকারবিবার , ১৭ জানুয়ারি ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ভারতে টিকা প্রয়োগের পর ৫২ স্বাস্থ্যকর্মীর পার্শ্বপ্রতিক্রিয়া

প্রতিবেদক
Kolom 24
জানুয়ারি ১৭, ২০২১ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

ভারতের রাজধানী দিল্লিতে করোনার টিকা নেয়ার পর কমপক্ষে ৫২ জন স্বাস্থ্যকর্মীর মধ্যে দেখা দিয়েছে পার্শ্বপ্রতিক্রিয়া, এরমধ্যে একজনকে নেয়া হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে। দেশটিতে করোনা টিকা কার্যক্রমের প্রথম দিন ৩ লাখ ডোজ ভ্যাকসিন প্রয়োগের লক্ষ্য থাকলেও দেয়া হয়েছে ১ লাখ ৯১ হাজার জনকে।

ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, রাজধানী দিল্লির ১১ জেলার ৮১টি কেন্দ্রে ৮ হাজার ১১৭ জনকে টিকা দেয়ার কথা থাকলেও দেয়া হয় ৪ হাজার ৩১৯ জনকে। এদের সবাই স্বাস্থ্যকর্মী।

এর মধ্য ৫২ জনের নানা উপসর্গ দেখা দিয়েছে। তবে ৫১ জনেরই উপসর্গই মৃদু। বাকি একজনের অবস্থা গুরুতর। অবশ্য কি ধরণের উপসর্গ দেখা দিয়েছে তা জানা যায়নি।

ভ্যাকসিন নেয়া সবাইকেই রাখা হয়েছে পর্যবেক্ষণে। এছাড়া মহারাষ্ট্রে কারিগরি ত্রুটির কারণে কয়েকটি কেন্দ্রে ১৮ জানুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম। প্রথম দিন টিকা দেয়া হয় ১৫টি রাজ্যের চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের।

Comments

comments