আন্তর্জাতিকএশিয়াআফগানিস্তানের সুপ্রিম কোর্টের দুই নারী বিচারককে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা
2shares
আফগানিস্তানের সুপ্রিম কোর্টের দুই নারী বিচারককে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। তাদের বহনকারী গাড়িটির চালকও এসময় আহত হয়েছেন। রোববার (১৭ জানুয়ারি) সকালে রাজধানী কাবুলে এই হামলার ঘটে বলে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
কাবুল পুলিশের পক্ষ থেকেও ওই হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সুপ্রিম কোর্টের মুখপাত্র আহমেদ ফাহিম কায়িম জানিয়েছেন, রোববার কোর্টের গাড়িতে করে কর্মক্ষেত্রে যাচ্ছিলেন ওই দুই নারী বিচারক। সে সময়ই তাদের ওপর হামলা চালানো হয়।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনক যে, আজকের হামলায় আমরা দুই নারী বিচারককে হারালাম। তাদের বহনকারী গাড়িটির চালক হামলায় আহত হয়েছেন।’
আহমেদ ফাহিম কায়িম জানিয়েছেন, দেশটির শীর্ষ আদালতে ২০০ জনেরও বেশি নারী বিচারক দায়িত্ব পালন করছেন।
গত কয়েকমাসে আফগানিস্তানের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা অনেক বেড়ে গেছে। বিশেষ করে কাবুলে একের পর এক শীর্ষ স্থানীয় কর্মকর্তারা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন।