ঢাকামঙ্গলবার , ২৩ ফেব্রুয়ারি ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

মিয়ানমারে কারাভোগ, দেশে ফিরেছেন ২৪ বাংলাদেশি

প্রতিবেদক
Kolom 24
ফেব্রুয়ারি ২৩, ২০২১ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মিয়ানমারে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ২৪ বাংলাদেশি। মঙ্গলবার (২৩শে ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় রাখাইনের মংডুতে বাংলাদেশের সীমান্ত রক্ষী’বাহিনী বিজিবি ও মিয়ানমারে’র বর্ডার গার্ড পুলিশ বিজিপি’র মধ্যে পতাকা বৈঠক শেষে তাদের ফেরত দেয়া হয়.।

বৈঠকে বিজিবির পক্ষে ৯ সদস্যে’র দলে নেতৃত্ব দেন বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান.। অপরদিকে, মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনীর পক্ষে ৭ সদস্য বিশিষ্ট দলে’র নেতৃত্ব দেন বিজিপি মংডু সেক্টরে’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জ লি অং।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান জানান, নাফ নদীতে মাছ ধরতে গিয়ে জলসীমা অতিক্রম করায় এবং সাগর পথে মালয়েশিয়া যাওয়ার সময় এসব বাংলাদেশী নাগরিক মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী ও মিয়ানমার নৌবাহিনীর হাতে আটক হয়..।

পরে তাদের মিয়ানমার আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। আদালতের দেয়া সাজা শেষ হলে পতাকা বৈঠকের মাধ্যমে এসব বাংলাদেশি নাগরিককে ফেরত দেয় মিয়ানমার কর্তৃপক্ষ.। বাংলাদেশী নাগরিক’দের মধ্যে কক্সবাজারের টেকনাফে’র ১২ জন, রাঙ্গামাটি জেলার ৮ জন, বান্দরবান জেলার ৩ জন এবং চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৩ জন রয়েছে.।

তিনি আরও জানান, ফেরত আনা এসব নাগরিকদের স্বাস্থ্য বিধি মেনে প্রশাসনের মাধ্যমে তাদের নিজ নিজ গ্রামে পাঠিয়ে দেয়ার ব্যবস্থা করা হয়েছে..।

Comments

comments