ঢাকাশুক্রবার , ১১ জুন ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ভারতে একদিনে করোনায় মৃত্যু সাড়ে ৩ হাজার

প্রতিবেদক
Kolom 24
জুন ১১, ২০২১ ৪:১৬ অপরাহ্ণ
Link Copied!

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের তাণ্ডবে বিপর্যস্ত গোটা ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে… ৩ হাজার ৪০৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ লাখ ৬৩ হাজার ৯৭ জন।

ভারতের বিহার রাজ্যে করোনায় মৃত্যুর হার পর্যালোচনা করে বৃহস্পতিবার (১০ জুন) তথ্য প্রকাশ করা হয়। তাতে দেখা যায় দৈনিক মৃত্যু ৬ হাজার ছাড়িয়েছিল…, যা এখন পর্যন্ত দেশটিতে সর্বোচ্চ মৃত্যু। শুক্রবার (১১ জুন) মৃত্যু প্রায় সাড়ে ৩ হাজারের কাছাকাছি।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রের বরাত আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, কেরালা, কর্নাটক ও তামিলনাড়ু রাজ্যে দৈনিক মৃত্যুর সংখ্যায় উল্লেখযোগ্য কোনো পার্থক্য আসেনি…। চলতি সপ্তাহের শুরুতে যেমন মৃত্যু হচ্ছিল তেমনই রয়েছে। তবে মহারাষ্ট্রে অনেকটা বেড়ে গিয়েছে। সেখানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯১৫ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত সপ্তাহে দৈনিক মৃত্যু নেমেছিল ৫-৬শ’এর ঘরে।

ভারতে করোনায় এ পর্যন্ত মোট আক্রান্ত ২ কোটি ৯২ লাখ ৭৩ হাজার ৩৩৮ জন এবং মারা গেছেন ৩ লাখ ৬৩ হাজার ৯৭ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস…। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Comments

comments