ঢাকাশনিবার , ১১ জুলাই ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সম্পদে বাফেটকে ছাড়িয়ে মাস্ক

প্রতিবেদক
Kolom 24
জুলাই ১১, ২০২০ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

শীর্ষ ধনীদের তালিকায় ওয়ারেন বাফেটকে টপকে সপ্তম স্থানে উঠে এসেছেন টেসলা সিইও ইলন মাস্ক।

ব্লুমবার্গ বিলিয়নার ইনডেক্স অনুযায়ী, শুক্রবার নাগাদ মাস্কের সম্পদ বেড়েছে ৬ বিলিয়ন ডলার। একই সঙ্গে টেসলার শেয়ারদর বেড়েছে ১০.৮ শতাংশ। কোম্পানিটির মার্কেট ভ্যালু এখন ২৮৬.৫ বিলিয়ন ডলার।

টেসলার স্টকের ২০.৮ শতাংশ মাস্কের। এখন তার স্টকমূল্য ৬০ বিলিয়ন ডলার। এর পাশাপাশি আরেকটি প্রাইভেট কোম্পানি স্পেসএক্সের শেয়ারহোল্ডারও তিনি। সব মিলিয়ে তার সম্পদমূল্য এখন ৭০.৫ বিলিয়ন ডলার। বাফেটের ৬৯.২ বিলয়ন।

বাফেট গত কয়েক মাস ধরে অনেক অর্থ বিভিন্ন প্রতিষ্ঠানে দান করছেন। এ কারণেই তার ব্যক্তিগত সম্পদ কমছে। চলতি সপ্তাহে তিনি একটি দাতব্য সংস্থায় ৩ বিলিয়ন ডলার দান করেন।

সদ্য প্রকাশিত তালিকায় ফেইসবুক সিইও জাকারবার্গকে তিন নম্বরে দেখা গেছে। জাকারবার্গের সম্পদের পরিমাণ এখন ৯৩.০ বিলিয়ন মার্কিন ডলার।

এক বছর আগে এ তালিকায় জাকারবার্গের সম্পদের পরিমাণ ছিল ৭২.৫ বিলিয়ন ডলার আর আরনল্টের ছিল ৮৯.৬ বিলিয়ন ডলার। বাফেটের ৮৩.৫ বিলিয়ন ডলার।

শীর্ষ ধনীদের তালিকায় বেজোস (১৮৯ বিলিয়ন ডলার) এক নম্বরে। দুইয়ে রয়েছেন বিল গেটস (১১৬ বিলিয়ন)।

Comments

comments