ঢাকাশুক্রবার , ৫ ফেব্রুয়ারি ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

স্বপ্ন

প্রতিবেদক
Kolom 24
ফেব্রুয়ারি ৫, ২০২১ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

স্বপ্ন তুমি কাহার সমান
কোথায় তোমার মান
কোথায় পাবো তোমায় বলো
দিবে পরিত্রান।

আকাশ পানে স্বপ্ন দেখি
যাব শেষ প্রান্তে
শেষটা তবে হবে কোথায়
ভাবি মনাজান্তে।

দিনে দিনে স্বপ্ন আমার
বাড়ছে বহুগুণ
রাত পোহাতেই ভোর না হতেই
কে যে করে খুন।

স্বপ্ন তুমি কি র্স্পশহীন!
স্বপ্ন তুমি কি র্বণহীন!
স্বপ্ন তুমি কি সত্যহীন!
স্বপ্ন তুমি কি স্বাধীন!

প্রতদিনি হাজারো প্রশ্ন নিয়ে তোমায় খুঁজি
কখনো মনে হয়নি তুমি বিরাজি;
বরং আশায় আশায় প্রতিটি ক্ষণ কাটিয়েছি
স্বপ্ন তুমি আসলে স্বপ্নই থেকে গেলে।

কবিঃ- মো. মনিরুল ইসলাম
শিক্ষার্থী, নৃবিজ্ঞান বিভাগ,
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।

Comments

comments