ঢাকাসোমবার , ১৫ ফেব্রুয়ারি ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

আর্তনাদ

প্রতিবেদক
Kolom 24
ফেব্রুয়ারি ১৫, ২০২১ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

সাহেব দূরে থাকেন, ছিঃ ! কেমন দূর্গন্ধ নিঃশ্বাসে ;
আপনার শরীরের উটকা গন্ধে বমি আহে
আপনি কেমন তর মানুষের জন্ম গো !
কিচ্ছুই শিখাইনি মা-বাবা আপনারে ?
বারে বারে এমন কইরা গায়ে ধরেন ক্যান ?
আমিও তো আপনার মতো মানুষই ,
চেহারাডা শয়তানের লাহান করতাছেন ক্যান ?
আমি কিন্তু চিৎকার কইরা সবাইরে ডাহুম
আপনি প্রত্যেক দিন আমার লগে এমন করেন ক্যান ?
পাগলীটা শুধু একটু বাঁচার আকুতি করছিলো,
চেয়েছিলো স্থির থাকতে কিন্তু তাও পারলো না ৷
তার পরিচ্ছন্ন হৃদয় ভদ্রাসনে চলে নোংরা পুরুষের হাল -চাষ…
জীবন যুদ্ধ করছিলো শুধু শরীরটাকে বাঁচাতে ,
কুলাঙ্গার , নষ্ট পুরুষদের নষ্টামি থেকে রক্ষা পেতে
নাহ্ ! এই পুরুষতান্ত্রিক সমাজে শেষ রক্ষা হলো না
লন্ড-ভন্ড করে দিলো অসহায় পাগলীর দেহটাকে
অতঃপর আহত হৃদয়ের ক্ষতের যন্ত্রনায় অবশ হয়ে
পাগলীটা অসহায় দৃষ্টিতে চেয়ে আছে ,
প্রিয়জন আসার ঐ আকা -বাঁকা পথটির দিকে…
আসবে কি তুমি ধেয়ে ? নেবে কি চিনে তাকে ?
যে পাগলি হওয়ার পরও হিংস্র মানবের থাবা থেকে বাঁচাতে পারেনি নিজেকে !

কবি: শাহীন সুলতানা।

Comments

comments