ঢাকাসোমবার , ৬ এপ্রিল ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

করোনার বিভীষিকা

প্রতিবেদক
Kolom 24
এপ্রিল ৬, ২০২০ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

চীনের উহান থেকে শুরু তারপর সারা বিশ্বময়,
পুরো পৃথিবী শঙ্কিত আজ মনের কোণে অজানা ভয়।
চীন থেকে ইতালি তারপর ফ্রান্স স্পেন আমেরিকা,
বাদ যায়নি ভারত, পাকিস্তান কিংবা আমাদের সোনার বাংলা।
করোনা অতি ক্ষুদ্র কণা যায়না খালি চোখে দেখা,
তবুও আজ করোনার ভয়ে শঙ্কিত স্তব্ধ পুরো বসুন্ধরা।
এক দুই তিনে‌ শুরু ধীরে ধীরে শত ছাড়িয়ে আজ সহস্র,
পিপীলিকাসম মৃত্যু মিছিল শবদেহ পড়ে আছে অজস্র।
দিন শুরু হয় করোনার ভয়ে রাত কাটে নির্ঘুম,
ঘরবন্দি বিশ্ব সমাজ উন্নত সব প্রযুক্তি আজ নিশ্চুপ।
চারিদিকে আজ একটাই খবর বড় সকরুণ তাঁর সুর,
কেউ জানে না থামবে কবে মুক্তি‌ সে কতদূর ।
অনাহারে ধুকে অসহায় মরে শতধিক আজ ক্ষুধার জ্বালা,
রাজপথ আজ শূণ্য ভীষণ পথে যেন দাঁড়িয়ে মৃত্যুছায়া।
করোনার ভয়ে থেমে গেছে আজ বিশ্বজুড়ে সহিংসতা,
ভয়টুকু শুধু থাক যেন ফিরে না আসে আর এই ধরাতলে কোন পঙ্কিলতা।
বিধাতা তোমায় ডাকি বারবার ক্ষমা করো তুমি মোদেরে,
করোনা নামের বিভীষিকা থেকে রক্ষা করো তুমি আজিকে।

লেখিকা: ফারিহা বিনতে কাইয়ুম, শিক্ষার্থী, কুষ্টিয়া সরকারি কলেজ।

Comments

comments