ঢাকাবুধবার , ৮ এপ্রিল ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

রিপনচন্দ্র মল্লিকের তিনটি কবিতা

প্রতিবেদক
Kolom 24
এপ্রিল ৮, ২০২০ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

গোপন জীবন  

কোন একদিন তোমাকে ভুলে যাব
মনে পড়বে না
কখনোই মনে পড়বে না;
আমি তখন ব্যস্ত থাকব
আমার সাথে লেপ্টে থাকা বউ
সন্তানদের স্বপ্নগড়া নিয়ে;
তখন আর মনে পড়বে না
একদিন হৃদয়ে নূপুরের শব্দ ছাড়া
আর কোন মুহুর্তই নিজের ছিল না;
ছিল না আমার কোন অস্তিত্ব।
তুমিও তখন আমার মতই ব্যস্ত থাকবা
তোমার স্বামী-সন্তানদের নিয়ে
মনে পড়বে না; কখনোই আমাকে-
তোমার মনে পড়বে না; ভুলেও না।
এমন করেই-
কোন একদিন আমরা চিরতরে
শুকনো পাতার মত নিঃশব্দে ঝরে যাব;
পৃথিবীতে তখন আর থাকবে না
আমাদের গোপন জীবনের কোন নিশানা।

ভাঙা হৃদয়ে জড়াতেই থাক

ইদানীং রোজ রাতেই নূপুরের শব্দে হঠাৎ ঘুম ভেঙে যায়; বুক ধরফর করতে থাকে;
চোখ মেলে বুঝতে চেষ্টা করি-আমি আসলে ঠিকঠাক আছি;
নাকি নাই? খানিক বাদেই ঘোর কেটে গেলে বুঝতে পারি;
আমার চারপাশের কাঁথা, বালিশ, মশারি, খাট কিংবা মাথার উপরে অবিরাম ঘুরতে থাকা ফ্যান;
সবই ঠিকঠাক আছে।
আমি আসলে দুঃস্বপ্ন দেখে আৎকে উঠেছি।
ঘুমের ঘোরে কখনো দেখি তুমি হাসছো;
কখনো দেখি কাঁদছো;
আবার কখনো দেখি তুমি খুব বিপদে; কখনো আমরা বিপদে।
আমার রক্তচাপ বাড়তেই থাকে;
আর বাড়তেই থাকে।
আমি তখন টের পাই, খুব ঘনঘন লম্বা নিঃশ্বাস নেই;
সকল শ্বাস-প্রশ্বাসে তুমি এসে জড়িয়ে থাক।
আমার চারপাশের লেপ্টে থাকা দুঃস্বপ্নের বাতাস কিছুতেই সরে না; তোমাকেও পারি না সরাতে;
জড়াতেই থাক শুধু জড়াতেই থাক; আমার ভাঙা হৃদয়ে…।

স্বপ্নের ডালাপালা

বুকের ব্যথাটা নূপুরের শব্দের মতন সারাক্ষণ বেজে চলেছে;
যেন দিন নেই-রাত নেই-সারাক্ষণই অন্তরে বসে কুয়াশার মতন আমাদের হাজার বছরের সম্পর্কের স্মৃতিসমূহ নাড়া দিয়ে যাচ্ছো,
আমি একা একা স্মৃতির সে ভার বয়ে বেড়াচ্ছি;
কিন্তু কিছুতেই পারছি না;
বারবার থমকে যাচ্ছি;
থেমে যাচ্ছি অথবা ভেঙে পড়ছি-ভেঙে পড়তে পড়তে প্রায় নিস্তেজ হয়ে আসা জীবনের সমস্ত স্বপ্নের ডালাপালাগুলোতে;
তুমি এসে আবারো সতেজ প্রাণ ফিরিয়ে দেও।
আবারো জেগে উঠি তোমাকে ঘিরে; তোমাকে ঘিরেই বেঁচে থাকি।
কাল মহাকাল।

Comments

comments