ঢাকামঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

অচেনা বৈশাখ

প্রতিবেদক
Kolom 24
এপ্রিল ১৪, ২০২০ ২:২১ অপরাহ্ণ
Link Copied!

বৈশাখের আজ প্রথম দিনে
নতুন আলোর সূচনাতে,
প্রকৃতি‌ আজ শান্ত ভীষণ
বর্ষবরণের নেই কোন আয়োজন।

নবরূপে সাজেনি রমনার বটমূল
ঊষাকালে নেই আজ আগমনী কোন সুর,
চারিদিকে শুনি শুধু পাখিদের কলতান
অচেনা লাগছে আজ চিরচেনা বৈশাখ।

মুখরিত চারুকলায় নেই কোন কারুকাজ
রাজপথ জনহীন তাড়া নেই যাত্রার,
প্রতি ঘরে আজ সবে মঙ্গল কামনায়
আছে বসে একমনে বিধাতার প্রার্থনায়।

লাল পেড়ে সাদা শাড়ি পড়েনি তো ললনা
হাতে নেই কাঁকন আর কানে নেই ঝুমকা,
বসেনি তো কোন মেলা বটতলা ফাঁকা আজ
নবরূপে এলো বুঝি প্রকৃতিতে বৈশাখ।

শান্তি আসুক ফিরে নতুনের সাথে মিশে‌
ভয় আর শঙ্কা দূরে যাক হারিয়ে,
নির্মল ধরাতলে শুরু হোক নবক্ষণ
মুখরিত হোক আবার বাংলার জনপদ।

লেখক
ফারিহা বিনতে কাইয়ুম
শিক্ষার্থী, কুষ্টিয়া সরকারি কলেজ।

Comments

comments