ঢাকারবিবার , ১০ মে ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

মমতাময়ী মা

প্রতিবেদক
Kolom 24
মে ১০, ২০২০ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ধরার বুকে মায়ের মতো আপন কেহ নাই
মায়ের কোলে মুখ লুকিয়ে দুঃখ ভুলে যায় ।
“মা” কথাটি মধুর অতি যেন মধু মাখা
মায়ের হাসি চাঁদের মুখে যেন মুক্তা ঝরা ।
কত কষ্ট সহ্য করে জন্ম দিলো মা
মায়ের সাথে অন্য কারো হয়না তুলনা ।
দিনে দিনে মা যে আমায় করলো কত বড়
নিজের খাবার না খেয়ে মা আমার মুখে দিলো ।
সামান্য কোন অসুখ যদি হতো একটু আমার
মাথার কাছে বসে থেকে মা কাটিয়ে দিতো রাত ।
অন্যায় কত করেছি আমি জেনে বা না জেনে
হাসি মুখে মা করেছে ক্ষমা আমায় ভালোবেসে ।
যা কিছু আছে খোদার সৃষ্টি বিশ্ব চরাচরে
সবচেয়ে বেশি ভালোবাসি মাকে আল্লাহ তালার পরে ।
বেহেশত আমার লুকিয়ে আছে মায়ের পদতলে
মায়ের দোয়া পেলেই মুক্তি মিলবে আখিরাতে ।
এত কষ্ট করলো যে মা আমার সুখের জন্য
আল্লাহ তুমি দূর করে দাও মায়ের সকল কষ্ট ।
মায়ের সেবা যেন করতে পারি আমি সারা জীবন
মায়ের দোয়া মাথায় নিয়ে হয় যেন মোর মরণ ।
খোদার কাছে বারেবারে করি একটি মোনাজাত
আমার মাকে দিও তুমি দো’জাহানে নাজাত ।

Comments

comments