ঢাকাশুক্রবার , ৩১ জুলাই ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আটক-১

প্রতিবেদক
Kolom 24
জুলাই ৩১, ২০২০ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর সাপাহারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। মামলা সুত্রে জানা যায়, এজাহার নামীয় গ্রেফতারকৃত আসামী মোঃ সুলতান মাহমুদ (৩৫), পিতা-মৃত আলতাফ হোসেন, সাং-জয়পুর মাষ্টারপাড়া, এর টিনসেট মেসে ভাড়া থাকিতো মোছাঃ ময়না খাতুন (২৭) তার স্বামী আ: সালাম (৩৮)। বিবাহের পর হইতে তার স্বামী আ: সালাম যৌতুক চাহিয়া প্রায়ই বাদীনির মেয়ে ময়না খাতুন কে শারিরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। ধৃত আসামী সুলতানের প্ররোচনা ও কু-পরামর্শে বাদীনির মেয়েকে বাবার বাড়ি থেকে উক্ত মেসে যাইতে বলে। স্বামীর প্রতি বিশ্বাস রাখিয়া উক্ত মেসে ১নং আসামী সালামের (০৭) ঘরে গেলে ধৃত আসামী সুলতান বাদীনির মেয়েকে প্রকাশ্যে বলে যে, কিরে টাকা আনছিস? একপর্যায়ে গত ২৫ জুলাই দুপুরে ধৃত আসামী সুলতান এর সহায়তায় ১নং আসামী তাহার হাতে থাকা ধারালো চাকু দিয়া বাদীনির মেয়ের শরীরের বিভিন্নস্থানে এলোপাতাড়ী ভাবে কুপিয়ে হত্যার চেষ্টা ও মারাত্মক জখম করে।

শুক্রবার সকালে এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই এর সাথে কথা হলে তিনি জানান, মেয়ের মা সাপাহার থানায় মামলা নং-২৬, তারিখ-২৯/০৭/২০২০ খ্রিঃ, ধারা-১১(ক)(খ)/৩০, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী-২০০৩ আইনে মামলা করেন। আসামী সুলতানকে আটক করে বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে এবং পাষন্ড স্বামী আ: সালামকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

Comments

comments