ঢাকাসোমবার , ২০ জানুয়ারি ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সুলতান আফজাল আইয়ূবীর ছড়া

প্রতিবেদক
Kolom 24
জানুয়ারি ২০, ২০২০ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ভোর

সুলতান আফজাল আইয়ূবী

ভোর বেলাটা পাখ-পাখালীর
ভোর বেলাটা নদীর
ভোর বেলাটা তোমার আমার
মিষ্টি মধুর ছবির।

ভোর বেলাটা কৃষকদলের
ভোর বেলাটা জেলের
ভোর বেলাটা মূখ্য সময়
গাছ কুড়ানো ছেলের।

ভোর বেলাটা মুয়াজ্জিনের
ভোর বেলাটা পড়ার
ভোর বেলাটা দিনের শুরু
ভোর বেলাটা সবার।

স্বপ্নভূমি

সুলতান আফজাল আইয়ূবী

সবুজের ছায়াঘেরা
ফসলের মাঠ
নদীগুলো নামকরা
মনকাড়া ঘাট।

এ দেশের বর্ণনা
দেয় কত কবি
এ যে এক শিল্পীর
হাতে গড়া ছবি।

নানা রুপে ভরপূর
উর্বর জমি
সবার প্রিয় তাই
বাংলার ভূমি।

Comments

comments