ঢাকারবিবার , ২৬ জানুয়ারি ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

একটি চায়ের কাপ

প্রতিবেদক
Kolom 24
জানুয়ারি ২৬, ২০২০ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

একটি চায়ের কাপ

জেসমিন আক্তার

হাজারো শব্দের নিঃশব্দ স্বপ্নরা হৃদয়ের সিঁদ কেটে ডুকেছে হৃদগহীনে।

শীতের উলঙ্গ বাতাসে একটি চায়ের কাপ হাতে নিয়ে আমি আজও দাঁড়িয়ে আছি বটতলার ঠিক পরিচিত এক কোণে।

হাজারো শ্রমিক চুমুক তুলে পরিচিত কাপে

শুঁকে দেখো তাদের ঘাম লেগে আছে তাতে।

হয়তো আবার নতুন করে হাতে নিবে কেউ

চোখ খুলে দেখো এবার চায়ের কাপে লেগে আছে ধর্ষিতার রক্তের ঢেউ।

সদ্য খুনি খুন করে এসে হাতে নিবে কাপটি,

চুমুক দিবে মনখুশিতে, মনে মনে ভাববে বসে খুঁজবে এবার অশ্রু ভরা চিঠিটি।

নিকোটিনে পোড়া মনের যুবকটি এবার নিলো চায়ের কাপ,

শত নিঃসঙ্গ গোলাপি আগুনের ধোঁয়ায় করবে হয়তো প্রিয়ার ভালবাসার মাপ।

এমন করেই আমি আবার নিলাম হাতে একটি চায়ের কাপ।

আশার ঘরে হতাশার ডাকাতি বিষাদের ছাপ।

আবার যখন আসলাম আমি নিলাম চায়ের কাপ,

ঘুরে ফিরে বারবার দেখি তোমার নরম হাতের ছাপ।

চায়ের কাপে ঘুরে ফিরে দেখি রাজাকারের হাত

একই কাপে নিলো এবার মুক্তিযোদ্ধারাও স্বাদ।

Comments

comments