ঢাকারবিবার , ৬ সেপ্টেম্বর ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

উইপোকা দমনের সহজ উপায়

প্রতিবেদক
Kolom 24
সেপ্টেম্বর ৬, ২০২০ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!



বাসাবাড়িতে উইপোকার উপদ্রপ বেড়ে গেলে যন্ত্রণার শেষ থাকে না। বইয়ের তাক, ঘরের বিছানা, সিঁড়ি সব জায়গাতেই ছড়িয়ে পড়ে।

তবে হাতের কাছে কিছু টোটকা ব্যবহার করেই উইপোকার উপদ্রপ থেকে মুক্তি পাওয়া সম্ভব।
সময় সংবাদের পাঠকদের জন্য ঘরোয়া উপায়ে উইপোকা নির্মূল করার ৪টি পদ্ধতি নিচে আলোচনা করা হলো।



১. উইপোকা নিধনে দারুণ কাজ করে নিম পাতা। প্রথমে নিম পাতা শুকিয়ে গুঁড়া করে নিন। এরপর বইয়ের তাক, কাঠের আলমারি বা অন্যান্য আসবাবপত্রের কোণায় কোণায় ছড়িয়ে দিন গুঁড়া করা নিম পাতা। প্রতি সপ্তাহে একবার করে নিম পাতা গুঁড়া ছড়ালেই ফল পাবেন হাতেনাতে।
২. আসবাবের কোণায়, কাঠের আলমারিতে জামা-কাপড়ের ভাজে ভাজে রাখুন, বক্স খাটের ভেতরে ন্যাপথলিন রেখে দিন। ন্যাপথলিনের কড়া গন্ধে উইপোকা আসবাবপত্রের ধারে কাছেও ঘেঁষবে না।
৩. রান্না করার মশলাও কিন্তু কাজে লাগতে পারে আপনার বাড়ির উইপোকা নিধনের কাজে। কালো জিরা হলো যেকোনো পোকা-মাকড় তাড়ানোর অব্যর্থ টোটকা। রোদে কালো জিরা শুকাতে দিন। এরপর সেটা একটা কাপড়ের পুটলিতে বেঁধে যেখানে যেখানে উইপোকা বাসা বেঁধেছে, তার আশেপাশে রেখে দিন। উইপোকা ধারে-কাছেও ঘেঁষবে না।
৪. কর্পূরের গন্ধও উইপোকা সহ্য করতে পারে না। কাজেই কর্পূর গুঁড়া করে তরল প্যারাফিনের সঙ্গে মিশিয়ে ঘরের দেয়ালে ও আসবাবের গায়ে দিয়ে দিন। উইপোকার উপদ্রব কমতে বাধ্য।



Comments

comments