ঢাকাসোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে প্রকৃতি ও পরিবেশের জন্য এক অনন্য ভালোবাসা

প্রতিবেদক
Kolom 24
সেপ্টেম্বর ২৮, ২০২০ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

নাটোরে সিংড়া অধ্যুষিত চলনবিলের বিভিন্ন এলাকায় প্রকৃতি ও পরিবেশের জন্য এক অনন্য ভালোবাসা দেখিয়েছেন স্থানীয় পরিবেশ কর্মীরা। প্রাকৃতিক দুর্যোগ ঝড় ও ভারি বর্ষণে চলনবিলে বিভিন্ন সময় পাখির আবাসস্থল নষ্ট যায়। আর এ অবস্থার কিছুটা লাঘব করতে প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়বদ্ধতা অনুভব করে গাছে গাছে মাটির হাড়ি ঝুলিয়ে পাখির নিরাপদ আবাসস্থল গড়ে দিচ্ছেন পরিবেশ কর্মীরা। এছাড়াও পাখি শিকার রোধে প্রচারণার পাশাপাশি সবুজ শ্যামল এলাকা গড়তে বৃক্ষ রোপনেও উদ্যোগী হয়েছেন তারা। চলমান এই কর্মসুচিতে ইতিমধ্যে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা চলনবিলের সিংড়া-তাড়াশ রাস্তায় বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন, পাখি রক্ষায় লিফলেট বিতরণ ও গাছে গাছে মাটির হঁাড়ি বেঁধে পাখিদের নিরাপদ আবাস্থল গড়ে দিয়েছেন। এই জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পরিবেশ কর্মী হাসান ইমাম, মানবাধিকার কর্মী তাইফুর রহমান, সাবেক নৌ সার্জেন আবু বক্কর সিদ্দিক, সাংবাদিক ও পরিবেশ কর্মী আব্দুর রশিদ এই কর্মসুচি বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, সম্প্রতি কয়েক দফা ঝড়-বৃষ্টিতে পাখিদের আবাসস্থল নষ্ট হয়ে গেছে। ফলে প্রকৃতি ও পরিবেশের জন্য সংগঠনের সদস্যরা মাসব্যাপি বৃক্ষ রোপন ও পাখি বঁাচাতে মাটির হঁাড়ি টানিয়ে নিরাপদ আবাসস্থল গড়ে দিচ্ছেন। আসলে প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়বদ্ধতা থেকে মহৎ এই কর্মসুচি পালন করা হচ্ছে।

Comments

comments