ঢাকাসোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

নির্ভরতার প্রতীক

প্রতিবেদক
Kolom 24
সেপ্টেম্বর ২৮, ২০২০ ১১:২৮ অপরাহ্ণ
Link Copied!

নির্ভরতার প্রতীক
-তানিয়া সুলতানা হ্যাপি

পলিটিক্যাল গ্রুপিংয়ের মারপ্যাচে কোনঠাসা হয়ে
কখনো কখনো একেবারেই পাই না খুঁজে দিশা।
পাহাড় সমান কষ্টগুলো যখন বুকে উঠে দেয় হানা
এমনি তুমি স্বপ্নে এসে মাথায় হাত রেখে বলো
আমি আছি তোমার পাশে, একটুও ভয় পেয়ো না।

৩ নম্বর মহাবিপদ সংকেতের মতো
উত্তাল সমুদ্রের ঢেউগুলো যখন ঘিরে ফেলে আমায়,
ক্রমাগত ঢেউয়ে ভেসে ভেসে যখন আমি যাই হারিয়ে,
মায়ের আদরে তখনো তুমি স্বপ্নে এসে
নির্ভরতার হাত দাও বাড়িয়ে।

রাজনৈতিক প্রতিপক্ষের আঘাতে আঘাতে
প্রাণটা যখন ভীষণ আনচান করে
মনে হয় এই বুঝি থেমে যাচ্ছে জীবন ধারাটা,
তখনো তুমি স্বপ্নে এসে সাহস দিয়ে বলো, শোন-
থেমে গেলে চলবে না, জয় করো জীবনের বাঁধাটা।

আমার চারপাশ ঘিরে যখন
অশুভ শক্তি দেয় হানা।
তখনো তুমি অভয় দিয়ে বলো
কিচ্ছু হবে না, বুকের সাহসটা কক্ষনো হারাবে না।

মিছিলে মিছিলে, স্লোগানে স্লোগানে
রাজপথে হেঁটে হেঁটে শিখেছি সয়েছি আঘাত যত,
তবুও জেনোরেখো অত্যাচারির
কোন অন্যায় আঘাত আর কক্ষনো সইবো না।
কেননা আমার মাথার উপর ছায়া হয়ে যে আছেন
জাতির পিতার রক্তবীজ, বিশ্বরত্ন শেখ হাসিনা।

Comments

comments