ঢাকাবৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে ৫ লাখ ৩৩ হাজার শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

প্রতিবেদক
Kolom 24
অক্টোবর ১, ২০২০ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে ৬-৫৯ মাস বয়সী পাঁচ লাখ ৩৩ হাজার শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে আগামী ০৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ৬৬ হাজার শিশুকে একটি করে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ৪ লাখ ৬৭ হাজার শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। বৃহষ্পতিবার (০১ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানানো হয়। কিশোরগঞ্জ সিভিল সার্জন অফিস আয়োজিত সাংবাদিক সম্মেলনে আরো জানানো হয়, জেলার ১৩টি উপজেলার ১১১টি ইউনিয়ন ও পৌরসভার ৩৪৩টি ওয়ার্ডের মোট ২ হাজার ৭৭৪টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আহমাদউল্লাহ, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী শাহীন, কিশোরগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক লুৎফুর রশিদ রানা, সিনিয়র সাংবাদিক সুবীর বসাক, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, জেলা রিপোর্টার্স এসোসিয়শনের সাধারণ সম্পাদক সাজন আহম্মেদ পাপন, সাংবাদিক আবু তাহের, খাইরুল ইসলাম, কাঞ্চন শিকদার, মাসুদ রানা প্রমুখ। এ সময় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Comments

comments