ঢাকামঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে ২ ব্যক্তির জেল-জরিমানা

প্রতিবেদক
Kolom 24
ফেব্রুয়ারি ১৮, ২০২০ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে মো. মজিবুর রহমান (৪৫) নামে এক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং শফিকুল ইসলাম জনি (২৮) নামে অপর এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকাল পর্যন্ত কিশোরগঞ্জ জেলা শহরের বাণিজ্যকেন্দ্র বড়বাজারে র‍্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথ, জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব মাহমুদ পাশা ও উম্মে হাফ্সা নাদিয়া এবং পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর মো. আবু সাঈদ এর নেতৃত্বে পৃথক এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মো. মজিবুর রহমান ও শফিকুল ইসলাম জনির ডিপার্টমেন্টাল স্টোর থেকে তিন’শ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়।

দুই ব্যবসায়ীর মধ্যে কারাদণ্ডে দণ্ডিত মো. মজিবুর রহমান শহরের বত্রিশ এলাকার মৃত ফজলুল হকের ছেলে এবং অর্থদণ্ডে দণ্ডিত শফিকুল ইসলাম জনি কিশোরগঞ্জ সদর উপজেলার কালটিয়া এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।

র‍্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথ জানান, দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ শহরের বড়বাজার এলাকায় মো. মজিবুর রহমানের ডিপার্টমেন্টাল স্টোর এবং শফিকুল ইসলাম জনি এর ডিপার্টমেন্টাল স্টোরে র‍্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটথর আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব মাহমুদ পাশা, নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফ্সা নাদিয়া এবং ইন্সপেক্টর মো. আবু সাঈদ, পরিবেশ অধিদপ্তর, কিশোরগঞ্জগণের নেতৃত্বে  র‍্যাবের আভিযানিক দল পৌনে ১টা থেকে বিকাল সোয়া ৪টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পৃথক পৃথক অভিযান পরিচালনা করেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

 

 

নিজস্ব প্রতিবেদক  

Comments

comments