ঢাকারবিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

মাতৃভাষা দিবসের ব্যানারে বীরশ্রেষ্ঠের ছবি, বানান ভুল! ফেসবুকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া

প্রতিবেদক
Kolom 24
ফেব্রুয়ারি ২৩, ২০২০ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রভাতফেরির ব্যানারে ভাষাশহীদদের পরিবর্তে মুক্তিযুদ্ধের সাতজন বীরশ্রেষ্ঠের ছবি ব্যবহার করা হয়েছে। গত শনিবার বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের পক্ষ থেকে আয়োজিত প্রভাতফেরির ব্যানারে এমন ছবির দেখা মেলে। পরে এই ব্যানারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেন।

ওই ছবিতে দেখা যায়, সংগীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা একটি ব্যানার হাতে দাঁড়িয়ে আছেন। আর ব্যানারের মাঝে লেখা আছে, ‘আন্তজার্তিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধা। ব্যানারের বাম দিকে ওপরের অংশে রক্তের ছবি আর নিচের অংশে সাতজন বীরশ্রেষ্ঠ’র ছবি। ডান দিকের ওপরে লেখা, ‘২১ আমার গর্ব’ ও নিচের অংশে শহীদ মিনারের ছবি। এর নিচে রয়েছে বিভাগের নাম। আর এই ব্যানারেই আন্তর্জাতিক বানানটি ভুল লেখা রয়েছে।

এছাড়া ‘যশোর জেলা সমিতি (কপোতাক্ষ) রাজশাহী বিশ্ববিদ্যালয়’ নামের একটি সংগঠনের প্রভাতফেরির ব্যানারেও বীরশ্রেষ্ঠ’র ছবি ব্যবহার করা হয়েছে। যা ফেসবুকে ছড়িয়ে পড়ে। এই ব্যানারের ছবি ফেসবুকে শেয়ার করে প্রসেনজিত কুমার নামের এক শিক্ষার্থী লিখেছেন ‘এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি জেলা সমিতি’র ব্যানার এবং দুঃখের সাথে বলতে হয় এই জেলায় আমার জন্ম! এই ব্যানারেও দুজন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে দেখা যাচ্ছে। তাদের কাছে প্রশ্ন রাখলাম দালালি ও চেতনাবাজ আর কতদিন? ব্যক্তিগতভাবে ক্ষমা চাচ্ছি। ভাষা শহীদ ক্ষমা করো। ক্ষমা করো।’

ব্যানারে বীরশ্রেষ্ঠদের ছবি ব্যবহারের বিষয়ে ‘যশোর জেলা সমিতি-কপোতাক্ষ, রাবি’ নামের ফেসবুক পেজে বলা হয়, ‘প্রথমেই অত্যন্ত দুঃখের সাথে ক্ষমা প্রার্থনা করছি মহান ২১ শে ফেব্রুয়ারীতে যশোর জেলা সমিতির ব্যানারে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য। আমাদের অবশ্যই আরও সতর্ক থেকে ব্যানার প্রিন্ট করা উচিত ছিলো। সেই সাথে আমরা স্বতঃস্ফূর্তভাবে এই ভুলের দায় স্বীকার করছি এবং ভবিষ্যতে এমন ভুলের পুনরাবৃত্তি হবে না বলে অঙ্গীকার করছি। আবারও সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।’
এদিকে ব্যানার দুইটির ছবি শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অন্যরা সমালোচনা করতে থাকেন। রেজওয়ান হোসাইন নামের বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘৫২ ও ৭১ কিংবা রফিক, সালাম, বরকতদের সাথে বীরশ্রেষ্ঠদের পার্থক্য, এতটুকু মনে রাখার জন্য কি আসলেই ইতিহাস নিয়ে পিএইচডি করতে হয়?’

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সভাপতি দীনবন্ধু পাল বলেন, ‘শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতের ফেস্টুনে বীরশ্রেষ্ঠ এবং ভাষা শহীদ সবারই ছবি ছিল। কিন্তু যখন ছবি তোলা হয়েছে তখন হয়ত অংশগ্রহণকারীরা ফেস্টুন নামিয়ে নিয়েছিলেন। তাই হয়ত ভাষা শহীদদের ছবি আসেনি।’ ব্যানারে ভাষা শহীদদের ছবি না থাকার বিষয়ে বলেন, ‘আমরা ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভাষা শহীদ, বীরশ্রেষ্ঠ সবারই ছবি রেখেছিলাম। প্রেসের ভুলে হয়তো বা সব ছবি আসেনি।’

এমন ভুল কেন হতে পারে সে বিষয়ে আভিধানিক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএস’র অধ্যাপক ড. স্বরোচিষ সরকার বলেন, ‘এ ধরনের ভুল হয় অজ্ঞতা ও অমনোযোগের কারণে। যে কারণেই ভুল হোক না কেন সেটা আমাদের মাতৃভাষাকে অমর্যাদা করা হয়। এজন্য আমাদেরকে সচেতন হতে হবে।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা বলেন, ‘এ রকম একটি ব্যানার করে বিভাগটি নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় পরিসরের মানুষজনকে আরও সচেতন হতে হবে।’

এর আগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একটি ব্যানারেও মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠদের ছবির ব্যবহার দেখা যায়।

 

আলী ইউনুস হৃদয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়

Comments

comments