ঢাকামঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

২ দিনের রিমান্ডে কিশোরগঞ্জের একাধিক মামলার আসামী মানিক

প্রতিবেদক
Kolom 24
নভেম্বর ২৪, ২০২০ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ জেলা শহরের একাধিক মামলার আসামী শফিকুল ইসলাম মানিককে পুলিশের উপর হামলার মামলায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গত সোমবার (২৩ নভেম্বর) বিকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শহীদুল ইসলাম চৌধুরী পুলিশের আবেদনকৃত রিমান্ডের শুনানী শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা যায়, গত ৬ মে জেলা শহরের ডুবাইল এলাকায় একাধিক মামলার আসামী শফিকুল ইসলাম মানিককে আটক করতে গিয়ে হামলার শিকার হয় পুলিশ। এ সময় ৪ পুলিশ সদস্য আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পর্যাপ্ত পরিমাণে ফাঁকা গুলি করেছির পুলিশ। ঐ দিনই ৩ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, কিশোরগঞ্জ সদর মডেল থানার মামলা নং- ৩৩ তাং- ২৯/০৪/২০২০ইং এর এজহারনামীয় আসামী শফিকুল ইসলাম মানিককে আটক করতে গেলে প্রায় ১৫০ থেকে ২০০ লোক চারদিক থেকে অর্তকিত হামলা চালিয়েছিল। তখন ইটপাটকেলের আঘাতে ৪ পুলিশ সদস্য গুরুতর আহত হন। চারদিক থেকে হামলা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পর্যাপ্ত পরিমাণে ফাঁকা গুলি করতে হয়। এতে পুলিশ বাদী হয়ে মানিককে প্রধান আসামী করে ১৯ জনের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করে। মামলা নং- ০৭ (৫) ২০২০।

কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক জানান, আদালত মানিকের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Comments

comments