ঢাকাশুক্রবার , ২৮ ফেব্রুয়ারি ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

বইমেলায় মির্জা গোলাম সারোয়ারের ১১টি বই

প্রতিবেদক
Kolom 24
ফেব্রুয়ারি ২৮, ২০২০ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

এবারের ২০২০ সালের বইমেলায় সাবেক পুলিশ ও র‍্যাব কর্মকর্তা মির্জা গোলাম সারোয়ারের (পিপিএম) ১১টি বই প্রকাশিত হয়েছে। বইগুলো হচ্ছে অচেনা ছাঁয়া, গল্পগুলো ছোটদের, ছোটদের মজার ছড়া, গেদু মামার ছড়া, মুখোশ, এক পুলিশের অসমাপ্ত কাহিনী, ছোটদের গেদু মামা, অসহায় পিতা, আকাশে ভালোবাসার নীড়, বৃদ্ধাশ্রম ও শেষ বিকেলে। পুরো মাসজুড়েই বইমেলা থেকে এই লেখকের বইগুলো পাঠকরা সংগ্রহ করেছেন।

লেখক ২০১৬ সালে অবসরের পর ২০১৭ সালে একটি বই প্রকাশের মধ্য দিয়ে লেখালেখির জগতে প্রবেশ করেন। ২০১৮ সালে ৮টি, ২০১৯ সালে ৫টি, এবং ২০২০ সালে ১১টি বই প্রকাশ করেন এই লেখক। তাঁর লেখার বিষয়বস্তু হচ্ছে পুলিশ ও র‍্যাবে চাকরিকালীন এমন অনেক ঘটনা আছে যা সবসময় লোকচক্ষুর অন্তরালে সে বিষয়ে পাঠককে জানানো। আর মূলত তিনি সেসব বিষয়গুলোকে গল্প, কবিতায় তুলে ধরার চেষ্টা করেন। সাহিত্য রচনার পাশাপাশি তিনি দেশের জাতীয় দৈনিক সমকাল, ইত্তেফাক ও খোলাকাগজের সম্পাদকীয় পাতায় লেখালেখি করেন। আগামী ২০২১ সালে তাঁর ৫টি বই প্রকাশিত হবে বলে জানিয়েছেন। ইতোমধ্যে পান্ডুলিপির কাজ এগিয়ে চলেছে বলে জানান এই র‍্যাব কর্মকর্তা। আর জীবনের বাকি সময় সাহিত্য সাধনার মধ্য দিয়ে কাটাতে চান বলেও জানান তিনি।

আলী ইউনুস হৃদয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়     

Comments

comments