ঢাকারবিবার , ৮ মার্চ ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ভেদাভেদ‌

প্রতিবেদক
Kolom 24
মার্চ ৮, ২০২০ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

মেয়েটি ছিল হিন্দু ধর্মাবলম্বী
যুবকটি ছিল মুসলিম।
মেয়েটির পাড়ায় সন্ধ্যা নামতো শাঁখের আওয়াজে
আর যুবকের পাড়ায় মধুর আযানে।

ওরা পদবী থেকে বের হতে পারেনি
শুধুমাত্র মানুষ নামে অবিহিত হতে পেরেছে।
তাইতো ওরা একে অপরের জীবনসঙ্গী হতে পারেনি
ওদের ভালোবাসা হেরে গেছে ধর্মের কাছে।

অথচ প্রত্যেকের শরীরে একই রক্ত বহমান
আছে মানুষে মানুষে ভেদাভেদ।
রক্তের নেই কোন ভিন্নতা – আছে ভিন্নতা পদবীর,
ওরা শুধু মানুষ নামে অবিহিত হতে পেরেছে।

শূন্যতার মিছিলে ভালোবাসা জানান দেয়
কিন্তু কাছে আসা বারণ, একই সূত্রে গাঁথা বারণ।
ধর্ম তাদের স্বীকৃতি দেয়নি
তাই নীরবে চোখের জল ফেলা অনবরত।

তারা শুধু মানুষ – তারা শুধুই মানুষ।
তাদের প্রেমে পরা বারণ – এক সূত্রে গাঁথা বারণ।

জুনিয়র চৌধুরানী (হাওর কন্যা)

Comments

comments