ঢাকাবুধবার , ৩০ ডিসেম্বর ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে বিএনপির ১৪ নেতা-কর্মি কারাগারে

প্রতিবেদক
Kolom 24
ডিসেম্বর ৩০, ২০২০ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

নাটোর শহরের তেবাড়িয়া এলাকার আলোচিত রাকিব, রায়হান ও রাজিব হত্যার পৃথক দু’টি মামলায় বিএনপির ১৪ নেতা-কর্মিকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার দুপুরে তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।

আদালত সুত্রে জানা যায়, ২০১৪ সালের ৫ জানুয়ারি শহরের তেবাড়িয়া এলাকায় বিএনপি ও আওয়ামী লীগ সংঘর্ষে রাকিব ও রায়হান এবং ২০১৫ সালের ২৯ আগস্ট একই এলাকায় রাজিব নিহত হন। এসব ঘটনায় বিএনপির অসংখ্য নেতা-কর্মির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলায় বুধবার দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ ও ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি দুলাল ব্যাপারী সহ বিএনপির সহযোগি সংগঠনের ১৪ নেতা-কর্মি অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলজার রহমানের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান। শুনানী শেষে বিচারক জামিন না মঞ্জুর করে প্রত্যেককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Comments

comments