ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

অথচ নারী

প্রতিবেদক
Kolom 24
মার্চ ১০, ২০২০ ১০:১৫ অপরাহ্ণ
Link Copied!

অধিকাংশ স্বামী’রা বেশ্যা কিংবা
রকমারি নারীসঙ্গ পেলে দোষের কিছু না।
কিন্তু স্ত্রী’রা পরপুরুষের সঙ্গে কথা বলায় পাপ
দু-একজনের সঙ্গ পাবে তো দূরে থাক!

স্বামী’রা পতিতালয় থেকে এসে
নানানভাবে স্ত্রী’দের কটাক্ষ করবে সমাজ মেনে নেয়
প্রতিবাদ করতে গেলে গায়ে হাত দেয়া মামলি ব্যপার!
লোকে বলে কিনা সোনার আংটি ব্যাঁকাও ভালো।

স্ত্রী’রা স্বামী রেখে অন্য এক পুরুষকে হাতে রাখলেই
শ্বশুরালয় তথা সমাজ সমস্ত চুনকালি লেপ্টে দেয় মুখে
এ যেন গোটা বিশ্বের পাপ!সে-যে কারো স্ত্রী
অথচ,স্বামী রঙে মেতে থাকলে সে বেলায় পাপ নেই।

নেশা কিংবা অবাধ নারীসঙ্গ বা সব অন্যায় তবে কি পুরুষকেই মানায়?
স্ত্রী’দের অন্যায় বারণ-কলঙ্ক বুঝি শুধু স্ত্রী’দের বেলায়!
তবে পুরুষের বেলাতে কেনো সাত খুন মাফ…??
সমাজ শুধু কি আটপৌরে শাড়ি পরা স্ত্রী’দেরই দেখে?

পুরুষরা যায় কার কাছে – সেই’ই তো নারী
অথচ, নারী — নারী বিস্তার ফারাক।

জুনিয়র চৌধুরানী

Comments

comments